নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিয়ার সেরা ক্রিকেটাররা খেলেছেন এই দলের জার্সিতে। তা সত্ত্বেও একবারও ঘরে আসেনি আইপিএল ট্রফি। তিনবার ফাইনাল খেলেও ফিরতে হয়েছে খালি হাতে। এবার কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ট্রফির খরা কাটবে? মাত্র এক সপ্তাহ আগেই মহিলাদের আইপিএল জিতেছে আরসিবি। তার পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন ভক্তকুল। এবার কি তাহলে অধরা আইপিএল পাবেন বিরাট কোহলি? টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক শক্তি-দুর্বলতা।
প্রথমেই নজর রাখা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গোটা স্কোয়াডের দিকে: বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসিস (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক,মহীপাল লোমরোর, ক্যামেরন গ্রিন, কর্ণ শর্মা, আলঝারি জোসেফ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, অনুজ রাওয়াত, ভিশক বিজয় কুমার, সুয়াশ প্রভুদেশাই, উইল জ্যাকস, সৌরভ চৌহান, স্বপ্নিল সিং, মায়াঙ্ক ডাগর, মনোজ ভান্দাগে, লকি ফার্গুসন, যশ দয়াল, টম কুরান, রিস টপলি, হিমাংশু শর্মা, রঞ্জন কুমার।
শক্তি: আরসিবির বড় ভরসা তাদের ব্যাটিং লাইন আপ। ডু’প্লেসিস, বিরাট, ম্যাক্সওয়েলের মতো তারকারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারেন। এছাড়াও দলের শক্তি বাড়াবেন গ্রিনের মতো অলরাউন্ডার। অনুজ রাওয়াতও সুযোগ পেলে নজর কাড়তে পারেন। চিন্নাস্বামীর ব্যাটিং পিচে বড় রান তুলে বিপক্ষকে চাপে ফেলতেই পারে আরসিবি ব্যাটিং। একাধিক বিদেশি খেলোয়াড়কেও ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সুযোগ রয়েছে তাদের।
দুর্বলতা: স্পিনারের অভাব ভোগাবে আরসিবিকে। ম্যাক্সওয়েল ছাড়া আন্তর্জাতিক মানের স্পিনার নেই বিরাটদের দলে। ফলে কর্ণ শর্মাদের মতো মুখের উপরেই ভরসা করতে হবে। টুর্নামেন্টের শেষদিকে শুকনো পিচে খেলার সময়ে স্পিনারের অভাবেই অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে আরসিবি। তাছাড়াও প্রশ্ন থাকছে ডেথ বোলিং নিয়ে। সিরাজ ছাড়া রয়েছেন আলঝারি জোসেফ। নয়তো ভরসা রাখতে হবে আকাশ দীপের মতো তরুণদের উপরেই।
সম্ভাব্য প্রথম একাদশ:
বিরাট কোহলি
ফ্যাফ ডু’প্লেসিস (অধিনায়ক)
রজত পাটিদার
গ্লেন ম্যাক্সওয়েল
দীনেশ কার্তিক
মহীপাল লোমরোর
ক্যামেরন গ্রিন
কর্ণ শর্মা
আলঝারি জোসেফ
মহম্মদ সিরাজ
আকাশ দীপ
ইমপ্যাক্ট প্লেয়ার: অনুজ রাওয়াত/ ভিশক বিজয় কুমার
এক্স ফ্যাক্টর: গ্লেন ম্যাক্সওয়েল। চিন্নাস্বামীর পিচে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে ভর করেই ম্যাচ জিততে পারে আরসিবি। বোলার হিসাবে কেবল রান আটকানো হয়, তুলে নিতেন পারেন উইকেটও। স্পিন সহায়ক পিচে চার ওভারও বল করতে পারেন। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেই অমর ইনিংসের পুনরাবৃত্তি ঘটাতে পারলে, তাঁকে ঘিরেই ফের কাপ জয়ের স্বপ্ন দেখতে পারেন আরসিবি ভক্তরা।
সম্ভাবনা: প্রতিবারই সেরা তারকাদের নিয়ে দল গড়ে আরসিবি। কিন্তু ট্রফি জেতা হয় না। এবারও দলে রয়েছে ভালো ব্যাটিং লাইন আপ। প্লে অফে ওঠার অন্যতম দাবিদার আরসিবি। কিন্তু চ্যাম্পিয়নের খেতাব পাবে বিরাটের দল? সংশয় থাকবেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.