Advertisement
Advertisement
IPL 2024

প্লে অফে পৌঁছনোই লক্ষ্য পাঞ্জাবের, দেখে নিন শক্তি-দুর্বলতা

গতবার অষ্টম স্থানে আইপিএল শেষ করে পাঞ্জাব। এবারের দলে ভারসাম্য রয়েছে। ধাওয়ানের দলের দিকে নজর থাকবে সবার।

Team profile of Punjab Kings before IPL 2024

ধাওয়ানের দলের দিকে থাকবে নজর।

Published by: Krishanu Mazumder
  • Posted:March 19, 2024 7:36 pm
  • Updated:March 19, 2024 7:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএলে অভিযান শুরু করছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। গতবার ভালো ফলাফল করতে পারেনি তারা। অষ্টম স্থানে আইপিএল (IPL) শেষ করে পাঞ্জাব। এবারের নিলামে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। এবারের দলে ভারসাম্য আনা হয়েছে। আইপিএল শুরুর আগে দেখে নেওয়া যাক পাঞ্জাবের শক্তি ও দুর্বলতা।

প্রথমেই নজর রাখা যাক পাঞ্জাব কিংসের গোটা স্কোয়াডের দিকে:
শিখর ধাওয়ান (অধিনায়ক), জিতেশ শর্মা, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত ভাটিয়া, রিলি রুসো, শশাঙ্ক সিং, ক্রিস ওকস, বিশ্বনাথ প্রতাপ সিং, আশুতোষ শর্মা, তনয় ত্যাগরাজন, অথর্ব তাইদে, ঋষি ধাওয়ান, স্যাম কুরান, সিকান্দর রাজা, শিবম সিং, প্রিন্স চৌধুরী, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, ন্যাথান এলিস, রাহুল চাহার, বিদ্যাথ কাভেরাপ্পা, হর্ষল প্যাটেল।

Advertisement

[আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার, কিন্তু কেন?]

শক্তি: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টোর মতো আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় রয়েছেন পাঞ্জাব কিংসে। লিয়াম লিভিংস্টোন, সিকান্দর রাজা এবং স্যাম কুরানের মতো অস্ত্র রয়েছে এই দলে। জিতেশ শর্মা ফিনিশার হিসেবে নিজের দক্ষতা তুলে ধরেছেন ইতিমধ্যেই। বোলিং বিভাগে কাগিসো রাবাডার মতো বোলার রয়েছেন। তিনি যে কোনও বোলারের পরীক্ষা নিতে পারেন। বাঁ হাতি অর্শদীপ সিং ইয়র্কার দিতে দক্ষ। স্যাম কুরান-হর্ষল প্যাটেলের উপস্থিতি অধিনায়ক ধওয়ানের হাতে অপশন বাড়াচ্ছে।

দুর্বলতা: আইপিএলে স্পিনাররা ম্যাচের রং পরিবর্তন করে দিতে পারেন। পাঞ্জাব কিংসে স্পিনারের অভাব রয়েছে। হরপ্রীত ব্রার ও রাহুল চাহার স্পিনার ঠিকই। কিন্তু তাঁরা কি অন্য দলের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিতে পারবেন? ২০২৩ সালের মেগা ইভেন্টে তাঁরা দুজনে সম্মিলিত ভাবে ১৭টি উইকেট নিয়েছেন। এবার তাঁরা কী করেন, সেটাই দেখার।

পাঞ্জাব কিংস (সম্ভাব্য একাদশ)
শিখর ধাওয়ান (অধিনায়ক)
জনি বেয়ারস্টো
প্রভসিমরান সিং
লিয়াম লিভিংস্টোন
জিতেশ শর্মা (উইকেট কিপার)
স্যাম কুরান
হরপ্রীত ব্রার
হর্ষল প্যাটেল
কাগিসো রাবাডা
রাহুল চাহার
অর্শদীপ সিং

ইমপ্যাক্ট প্লেয়ার- ঋষি ধাওয়ান

এক্স ফ্যাক্টর: শিখর ধাওয়ান এই দলের এক্স ফ্যাক্টর। জাতীয় দলে এখন আর তাঁর জায়গা হয় না। কিন্তু নিজের দিনে বিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন তিনি।

সম্ভাবনা: গতবার পাঞ্জাব কিংস অষ্টম স্থানে শেষ করেছিল টুর্নামেন্ট। ছটি ম্যাচে জয় এবং আটটি ম্যাচে হারতে হয়েছিল পাঞ্জাবকে। ২০১৪ সালের পর থেকে আইপিএলের প্লে অফে পৌঁছতে পারেনি পাঞ্জাব। আসন্ন আইপিএলে প্লে অফের ছাড়পত্র জোগাড় করাই প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত পাঞ্জাব কিংসের।

[আরও পড়ুন: রোহিতদের চাপে রাখার ছক শুরু! কোথায় বর্ডার-গাভাসকর ট্রফির অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement