ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তীরে এসে তরী ডুবেছে। চূড়ান্ত লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত টুর্নামেন্টের শীর্ষে থেকে ফাইনালে পৌঁছনো টিম ইন্ডিয়া (Team India)। সাউদাম্পটনে বিরাট কোহলিদের পারফরম্যান্স নিয়ে এখনও কাঁটাছেড়া চলছে। প্রশ্ন উঠছে ভারত অধিনায়কের নেতৃত্ব নিয়েও। তবে তারই মধ্যে ঘোষিত হল আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) সূচি। আবার কবে মুখোমুখি হবে কোহলি ও উইলিয়ামসন? চলুন দেখে নেওয়া যাক।
অতিমারীর জেরে চলতি বছরের শুরুতে বিঘ্ন ঘটলেও আগস্ট থেকে ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে। ট্রেন্ট ব্রিজে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৪ আগস্ট। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই আবার স্থগিত হওয়া আইপিএলে ব্যস্ত হয়ে যাবেন ক্রিকেটাররা। চলতি বছর করোনার জেরে স্থগিত আইপিএল (IPL 2021) শুরু সেপ্টেম্বরেই। আমিরশাহীতেই (UAE) হবে তা। অক্টোবরে সেই টুর্নামেন্টে ইতি ঘটলেই বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তারপরই হয়তো নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলি অ্যান্ড কোং। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত।
এরপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০২০ সালের শেষের দিকে আবার বর্ডার-গাভাসকর ট্রফিতে সম্মুখ সমরে ভারত-অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই শেষ হবে কোহলিদের (Virat Kohli)।
২০২১-২০২৩ ভারতীয় দলের ক্রীড়াসূচি:
১. ভারত-ইংল্যান্ড- ৫ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর (পাঁচটি টেস্ট)
২. ভারত-নিউজিল্যান্ড- দু’টি টেস্ট (২০২১)
৩. ভারত-দক্ষিণ আফ্রিকা- তিনটি টেস্ট (২০২১-‘২২)
৪. ভারত-শ্রীলঙ্কা- তিনটি টেস্ট (২০২২)
৫. ভারত-বাংলাদেশ- দু’টি টেস্ট (২০২২)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.