ছবি: X হ্যান্ডেল
ভারত: ৩৯৬/১০ ও ২৫৫/১০
ইংল্যান্ড: ২৫৩/১০ ও ৬৭/১
তৃতীয় দিনের শেষে ৩৩২ রানে এগিয়ে ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১১ মাসের খরা কাটিয়ে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভমান গিল। ব্যাট হাতেই সমালোচকদের জবাব দিয়েছেন ভারতীয় তারকা ব্যাটার। তবে তিনি শতরান ঝুলিতে ভরলেও ইংলিশ বোলারদের দাপটে বাকিরা সেভাবে ক্রিজে টিকতে পারলেন না। ফলস্বরূপ, আড়াইশো রান পেরতেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস। কিন্তু স্বস্তি একটাই। প্রথম ইনিংসে বড় রানের সুবাদে বেন স্টোকসদের জয়ের লড়াইটা নেহাত সহজ হবে না। দ্বিতীয় টেস্ট জিততে তাঁদের লক্ষ্য ৩৯৯ রান।
2ND Test. WICKET! 78.3: Ravichandran Ashwin 29(61) ct Ben Foakes b Rehan Ahmed, India 255 all out https://t.co/X85JZGt0EV #INDvENG @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) February 4, 2024
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির নজির গড়া যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এদিকে আরও একবার ব্যর্থ রোহিত শর্মা (১৩)। এর পরই দলের হাল ধরেন শুভমান (Shubhman Gill)। রানের খরা কাটিয়ে দলকে লড়াইয়ের রশদ জোগান তিনি। ১০৪ রনে আউট হন তরুণ ব্যাটার। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শচীন তেণ্ডুলকর। তবে অক্ষর প্যাটেল ছাড়া মিডল অর্ডারও তথৈবচ। স্কোরবোর্ডে ৪৫ রান যোগ করে ফেরেন তিনি। খাতাই খুলতে পারেননি কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ এবং মুকেশ কুমার (অপরাজিত)। ২৫৫ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।
প্রথম টেস্টে শুরুটা দুর্দান্ত করেও কার্যত জেতা ম্যাচ হাত ছাড়া করেছিলেন রোহিত শর্মা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া। তবে বিশাখাপত্তনমের টার্নিং পিচ নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘরের মাঠে কেন টার্নিং পিচ তৈরি করা হবে? প্রশ্ন ক্ষুব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। তাঁর মতে, ভালো উইকেটে খেললে খেলার মান উন্নত হবে।
তৃতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৬৭। দ্বিতীয় টেস্ট জিততে বড় কোনও পার্টনারশিপ গড়াই লক্ষ্য স্টোকসদের। উলটোদিকে বুমরাহ, অশ্বিনরা চাইবেন ইনিংস ব্যাটিং অর্ডারে দ্রুত ধস নামানো। কারণ এই টেস্টে না জিতলে পরের দিন টেস্টে চাপ বাড়বে রোহিতদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.