সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়েতে ৩৪ বলে ৭১ রানের ঝড় তোলার পর রোহিত গুরুনাথ শর্মা দু’টো কারণে শিরোনামে।
এক) লা লিগা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাওয়া।
দুই) ওয়াংখেড়েতে ঝোড়ো ইনিংস খেলার পর মেয়ে সামাইরার দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রচুর হাতটাত নাড়ানো।
মুম্বইয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর রোহিত শর্মার ভিডিওটা ফের ভাইরাল হয়ে গিয়েছে। আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে আসার পর রোহিতকে দেখা যায়, মেয়ের দৃষ্টি আকর্ষণের তুমুল চেষ্টা করছেন। মেয়ে সামাইরাকে নিয়ে রোহিতের স্ত্রী রীতিকা সচদেব বসেছিলেন ওয়াংখেড়ে গ্যালারিতে। হিটম্যানকে দেখা যায়, ড্রেসিংরুমের বারান্দায় এসে মেয়ের দিকে হাত নাড়াচ্ছেন। জিজ্ঞাসা করছেন, যাবেন কি না? মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। ব্যস, মুহূর্তে তা ভাইরাল।
তবে ওয়াংখেড়ে জয়ের পরের দিন রোহিত অনেক বেশি করে শিরোনামে এলেন লা লিগা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে। যে সম্মান আজ পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার পাননি। ভারতে স্প্যানিশ ফুটবলের প্রচার বাড়ানোর জন্য বেশ কিছুদিন ধরেই প্রবলভাবে ঝাঁপিয়েছে লা লিগা। দেশের বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই ফুটবল স্কুল খুলেছে। এল ক্লাসিকোর সময় বারবার অদলবদল করছে ভারতের প্রাইম টাইম ধরার জন্য। গতবার তো ইস্টবেঙ্গল মাঠে এল ক্লাসিকোর স্পেশ্যাল স্ক্রিনিংও হয়েছে। দিয়েগো ফোরলানের মতো কিংবদন্তি ফুটবলারকে তারা নিয়ে এসেছে ভারতে লা লিগার আকর্ষণ বাড়ানোর জন্য। এবার তারা রোহিত শর্মার মতো ক্রিকেট আইকনকে জুড়ে দিল লা লিগার সঙ্গে। রোহিতও সেটা নিয়ে অসম্ভব নস্ট্যালজিক।
ছোটবেলায় জিনেদিন জিদানের খেলা দেখতে অসম্ভব ভালবাসতেন। প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ। ‘‘লা লিগার সঙ্গে যুক্ত হলাম বলে কথাটা বলছি না। ছোটবেলায় জিদানের খেলা দেখে বড় হয়েছি। জিদানকে দেখেই আমার ফুটবলের প্রতি প্রেমে পড়া। স্পেনকেও ভাল লাগত। স্কিলের জন্য। যেভাবে ওরা ফুটবলটা খেলে, সেই জন্য,’’ বলে দেন রোহিত। আর রিয়াল মাদ্রিদের প্রতি অনুরাগ কেন? কেন নয় বার্সেলোনা? রোহিতের কথায়, ‘‘স্কিল আর আবেগের জন্য। যেভাবে রিয়াল খেলে, তাতে বোঝা যায় কতটা স্কিল ওদের টিমে।’’
রিয়াল মাদ্রিদ, জিনেদিন জিদান, লা লিগা নিয়ে বলতে বলতে ভারতীয় ক্রিকেট টিমের ফুটবল-অনুরাগেও ঢুকে পড়েন রোহিত। বলে দেন, শ্রেয়াস আইয়ার, হার্দিক পাণ্ডিয়াদের চুলের স্টাইল খেয়াল করলেই বোঝা যাবে সে সবই বিদেশি ফুটবলারদের অনুকরণে। ‘‘ওরা প্রচুর বিদেশি ফুটবল দেখে। বিদেশি ফুটবলারদের চুলের স্টাইল নকল করে,’’ বলছিলেন রোহিত। তাঁকে জিজ্ঞাসা করা হয়, বর্তমান ভারতীয় টিমে সেরা ফুটবল কে খেলেন? ‘‘অনেকে। তবে সেরা একজনই। এমএস ধোনি!’’ হিটম্যান এটাও বলে দেন, ভারতীয় দলে একজন ‘জ্লাটান ইব্রাহিমোভিচ’-ও আছেন! ইশান্ত শর্মা!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.