আলাপন সাহা: বিশ্বকাপে ব্যর্থতার জন্য অনেকেই টানা ক্রিকেটকে দায়ী করছেন। নিউজিল্যান্ড ম্যাচে হারের পর ভারতীয় তারকা পেসার জশপ্রীত বুমরাহ বলে যান, টানা বায়ো-বাবলে থাকার ক্লান্তি পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। বিশ্বকাপের পরই আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারতীয় দল (Indian Cricket Team)। টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে, সেটা মোটামুটি ঠিক হয়েই আছে। কিন্তু শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট সিরিজেও দু’এজনকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গেল।
তবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের (Rohit Sharma) মতো সিনিয়র ক্রিকেটারকে টেস্টে বিশ্রাম দেওয়া হবে না। যেহেতু এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত, তাই টিমে বিশেষ বদল হবে না। শুধু দু’একজন সিনিয়র পেসারকে বিশ্রাম দেওয়া হতে পারে। আসলে মহম্মদ শামি (Mohammad Shami) কিংবা জশপ্রীত বুমরাহ সেই ইংল্যান্ড সফর থেকে টানা খেলে আসছেন। স্বাভাবিকভাবেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে শামি-বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।। অতীতেও যা হয়েছে।
যেহেতু ঘরের মাঠে খেলা, তাই স্পিন সহায়ক উইকেট হবে, সেটা ধরেই নেওয়া যায়। সেক্ষেত্রে স্পিনারদের ভূমিকা অনেক বেশি কার্যকরী হবে, তা নতুন করে আর বলতে হবে না। তাই অনেকেই মনে করছেন, ঘরের মাঠে যখন স্পিনাররাই বেশি বল করবেন, তখন শামি, বুমরাদের বিশ্রাম দিলেও অসুবিধা হবে না। কারণ ভারতীয় পেস অ্যাটাক এখন যথেষ্ট ভাল। যে কেউ যে কাউকে রিপ্লেস করতে পারেন। ঘরের মাঠে দু’জন পেসারকে খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে উমেশ যাদব, মহম্মদ সিরাজ রয়েছেন। তাছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দিন কয়েকের মধ্যেই আবার ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাবে। সেখানে শামি-বুমরাহদের (Jasprit Bumrah) ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এখন নিউজিল্যান্ড সিরিজে শামি কিংবা বুমরাকে বিশ্রাম দিলে, পুরো তরতাজা হয়ে তাঁরা দক্ষিণ আফ্রিকা যেতে পারবেন।
ঘটনাচক্রে টিম ইন্ডিয়ার সদ্য নিযুক্ত কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে জোর দিয়েছেন। রোহিত শর্মার গলাতেও আফগানিস্তান ম্যাচের পর ব্যস্ত সূচি নিয়ে অভিযোগের সুর শোনা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.