Advertisement
Advertisement
Team India

ভারতের শক্তি বাড়িয়ে ফিরছেন ক্যাপ্টেন রোহিত, টি-২০ দলে ডাক পেলেন সঞ্জুও

টিমে অবশ্য এখনও ওয়ানডে সিরিজ জয়ের রেশ ভাল রকম বিদ্যমান।

Team India to face West Indies in T-20 match | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 29, 2022 2:43 pm
  • Updated:July 29, 2022 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে পর্ব শেষ। এবার টি-টোয়েন্টির পালা শুরু। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করার পরই নতুন অভিযানে নেমে পড়ছে ভারত। আরও শক্তি বাড়িয়ে, আরও ভয়ংকর টিম নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দু’টো ম্যাচ জেতার পর বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ম্যাচও বুধবার ১১৯ রানে জিতেছে ভারত। ধাওয়ানের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পর এবার রোহিতের টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও নামবে একই লক্ষ্যে।

সিরিজ শুরুর আগেই সুখবর পেলেন সঞ্জু স্যামসন। করোনা আক্রান্ত কেএল রাহুলের (Sanju Samson) অনুপস্থিতিতে টি-২০ দলে ডাক পেলেন সঞ্জু। আর তাতেই জিইয়ে রইল টি-২০ বিশ্বকাপে তাঁর খেলার স্বপ্ন। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন তিনি। যেখানে ৭৭ রান করেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। ছোট ফরম্যাটের ক্রিকেটে ভারতীয় দলে ইশান কিষান, ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক থাকায় সঞ্জুর সুযোগের সম্ভাবনা কমই ছিল। তবে রাহুল না থাকায় ভাগ্যের শিকে ছিঁড়ল তাঁর। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রাহুল। দ্রুত ফিট হয়ে জিম্বাবোয়ে সিরিজে ফিরতে মরিয়া তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘শুভেন্দুর বাড়িতে এজেন্সি গেলেও মিলবে গুপ্তধন’, বিস্ফোরক অভিযোগ কুণাল ঘোষের]

শুক্রবার থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি ফিরছেন ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়ারাও। ভারতীয় টিমের প্রেক্ষিত থেকে দেখতে গেলে, এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাস তিনেক বাকি। তার আগে গোটা ষোলো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবে ভারত (এশিয়া কাপ ফাইনালে ভারত উঠছে ধরে নিলে)।

টিমে অবশ্য এখনও ওয়ানডে সিরিজ জয়ের রেশ ভাল রকম বিদ্যমান। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বলে দিয়েছেন, “ইংল্যান্ডে আমাদের যে টিমটা খেলেছিল, তাদের অনেকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেনি। পুরো তরুণদের নিয়ে গড়া একটা টিম নিয়ে আমরা খেলতে এসেছিলাম। আর যেভাবে ওয়ানডে সিরিজের তিনটে ম্যাচে টিম পেশাদারিত্ব দেখিয়েছে, দেখার মতো।’’

আজ টিভিতে:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
পোর্ট অব স্পেন, রাত ৮.০০
ডিডি স্পোর্টস

[আরও পড়ুন: ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শুভেন্দু, এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে নোটিস ইডির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement