Advertisement
Advertisement
Team India

আজ অজিদের বিরুদ্ধে নিয়মরক্ষার টি-২০, কী কী বদল করতে পারে টিম ইন্ডিয়া?

ভারতীয় দলের সবচেয়ে বড় প্রাপ্তি রিঙ্কু সিং, যশস্বী জসওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অক্ষরের প্যাটেলের দুরন্ত পারফরম্যান্স।

Team India to face Australia in 5th T-20 match in Bengaluru | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 3, 2023 4:17 pm
  • Updated:December 3, 2023 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ হারের যন্ত্রণা সহজে ভোলার নয়। তবে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়। এক ম্যাচ বাকি থাকতেই রায়পুরে সিরিজের ফয়সালা সেরে ফেলেছেন সূর্যকুমার যাদবরা। রবিবার বেঙ্গালুরুতে পঞ্চম ম্যাচ দু’দলের কাছে স্রেফ নিয়মরক্ষার লড়াই। তবে টি-টোয়েন্টি সিরিজ জয়ের চেয়েও ভারতীয় দলের সবচেয়ে বড় প্রাপ্তি রিঙ্কু সিং, যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড় কিংবা চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটানো অক্ষর প্যাটেলের দুরন্ত পারফরম্যান্স।

এশিয়ান গেমসে ভারতীয় দলে ডাক পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ছিল রিঙ্কুর কাছে সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ। অজি বাহিনীর সেই চ্যালেঞ্জের সামনে নিজেকে সাবলীলভাবে মেলে ধরেছেন নাইট তারকা। রায়পুরে তাঁর ২৯ বলে ৪৬ রানের মূল্যবান ইনিংস ভারতের জয়ের ভিত তৈরি করে। চাপের মুখে দাঁড়িয়ে কীভাবে সম্ভব এমন অনায়াস ব্যাটিং-বিক্রম? নিজের সাফল্যের নেপথ্যে আইপিএলকে কৃতিত্ব দিচ্ছেন রিঙ্কু। বলেছেন, “আইপিএলে খেলছি পাঁচ-ছয় বছর হয়ে গেল। সেই অভিজ্ঞতা আমায় আত্মবিশ্বাস জোগায়। নিজের উপর আমার ভরসা আছে।”

Advertisement

[আরও পড়ুন: দুদিনেই দুশো কোটির চূড়ায় ‘অ্যানিম্যাল’, সিনেমা হলে ফাটল আতসবাজি]

তবে রিঙ্কুদের লড়াই ব্যর্থ হয়ে যেত বল হাতে অক্ষর তিন উইকেট না নিলে। বাঁ-হাতি স্পিনারের ম্যাচ উইনিং পারফরম্যান্সেই সিরিজ জয় নিশ্চিত করে ভারত। তবে ম্যাচের সেরা হলেও চোটের জন্য বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ যাচ্ছে না অক্ষরের। তিনি বলেন, “ভারতে বিশ্বকাপ হচ্ছে, অথচ চোটের জন্য খেলতে পারছি না, এটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। প্রথম ৫-১০ দিন হতাশায় ডুবে ছিলাম।”

প্রসঙ্গত, পায়ের পেশির চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগে ছিটকে যান অক্ষর। চলতি সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বের প্রথম ধাপ হিসাবে দেখছেন তিনি। অক্ষরের কথায়, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আমরা ৯-১০ ম্যাচ পাব। পাশাপাশি আইপিএল রয়েছে। সেইমতো আমাদের প্রস্তুতি সারতে হবে।” এদিকে, বেঙ্গালুরুতে রবিবার নিয়মরক্ষার শেষ ম্যাচে প্রথম এগারোয় বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। পাশাপাশি ফিরতে পারেন তিলক ভার্মা, ঈশান কিষানও।

আজ টিভিতে:
ভারত বনাম অস্ট্রেলিয়া
পঞ্চম টি-টোয়েন্টি, বেঙ্গালুরু
সন্ধ্যে ৭.০০, স্পোর্টস ১৮-এ

[আরও পড়ুন: গোবলয়ে গেরুয়া ঝড়, বিধানসভায় বিজয়োৎসবের ঘোষণা ‘সাসপেন্ডেড’ শুভেন্দুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement