Advertisement
Advertisement
Mohammed Shami

শামির স্বপ্নপূরণ! রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার নিয়ে কী বললেন ভারতের তারকা পেসার?

কঠোর পরিশ্রমের ফল পেলেন মহম্মদ শামি।

Team India star pacer Mohammed Shami receives Arjuna Award as President Draupadi Murmu confers National Sports honours। Sangbad Pratidin

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার নিচ্ছেন মহম্মদ শামি। ছবি: এক্স হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 9, 2024 12:32 pm
  • Updated:January 9, 2024 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার, ৯ জানুয়ারির সকালে বহু প্রতীক্ষিত অর্জুন পুরস্কার (Arjuna Award) পেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। দেশের রাষ্ট্রপতি (President Of India) দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে সম্মানিত হলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। অর্জুন পুরস্কার, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এবার টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার শামি সহ মোট ২৬ জন খেলোয়াড় এবার এই পুরস্কার পেলেন।

অর্জুন হাতে পেয়ে শামি বলেন, “দেশের প্রতিটি ছেলে ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখে। আমি ব্যতিক্রম নই। তবে একাধিক ক্রীড়াবিদ অনেক চেষ্টা করেও, অর্জুন পুরস্কার হাতে পায় না। অনেকের পুরো জীবন কেটে যায় এবং মানুষ এই পুরস্কার জিততে পারে না। আমি খুশি যে আমি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছি। আমার জন্য, এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান।” শামি ফের বলেন, “এই মুহূর্তটি ব্যাখ্যা করা কঠিন। আমি শুধু বলতে পারি স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং কঠোর পরিশ্রমের ফল।”

Advertisement

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

 

গোড়ালির চোট নিয়েই বিশ্বকাপে খেলেছিলেন। সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেস্টে সিরিজের স্কোয়াডের প্রায় সমস্ত তারকা দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেলেও যাননি শামি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শামির চোট এখনও সারেনি। ফলে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই।

বিশ্বকাপের শুরুতে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না। তবে এর পর মাঠে নেমেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি। মাত্র ৭ ম্যাচে ২৪টি উইকেট নেওয়ার সুবাদে সব বোলারদের শীর্ষে ছিলেন শামি। এহেন তারকা পেসার এবার অর্জুন পুরস্কার হাতে নিলেন।

[আরও পড়ুন: এবার তামিলনাড়ু কোর্টে ধোনি! ‘ক্যাপ্টেন কুল’-কে পালটা কাঠগড়ায় তুললেন তাঁর ছোটবেলার বন্ধু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement