Advertisement
Advertisement
Jasprit Bumrah

Jasprit Bumrah: ‘বুম বুম বুমরাহ’ হয়ে ওঠার ক্ষেত্রে মায়ের অবদান নিয়ে মুখ খুললেন তারকা পেসার

মায়ের অবদান ও আত্মত্যাগ।

Team India star pacer Jasprit Bumrah on his Mother’s sacrifices for his success in the International cricket। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 10, 2023 2:56 pm
  • Updated:December 10, 2023 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের যে কোনও ব্যাটিং লাইনআপের কাছে তিনি ত্রাস। হ্যাঁ এক ও অদ্বিতীয় জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) কথা বলছি। তবে টিম ইন্ডিয়ার (Team India) জোরে বোলারের উল্কার গতিতে উত্থানের পথ একেবারেই মসৃণ ছিল না। যদিও যাবতীয় প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে তিনি পৌঁছে গিয়েছেন সাফল্যের রাজপথে। কোলের ছেলে ‘জাসসি’ থেকে বিপক্ষের ব্যাটারদের কাছে যম হয়ে ওঠার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন তাঁর মা দলজিত। শুরুর সেই লড়াইয়ের দিনগুলির কথা স্মরণ করেছেন বুমরাহ।

বুমরাহ বলেন, “আমার তখন মাত্র পাঁচ বছর বয়স। সেই সময় বাবা চলে যান। বোন ও আমাকে নিয়ে লড়াই শুরু করে দেয় মা। দুজনের লেখাপড়া, আমার ক্রিকেট খেলার প্রতি ভালোবাসাকে সবসময় গুরুত্ব দিয়েছে মা। লেখাপড়ায় ভালো হলেও কখনও ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য চাপ দেয়নি। বরং ক্রিকেটের প্রতি আমার প্যাশনকেই মা বরাবর গুরুত্ব দিয়ে এসেছে। তাই মায়ের অবদান কোনওদিন ভুলে যাওয়া সম্ভব নয়।”

Advertisement

[আরও পড়ুন: ফর্মের বিচারে অধিনায়ক হিসেবে রোহিতই ফেভারিট, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকেও চাইছেন গম্ভীর]

Jasprit Bumrah
মায়ের অবদান মনে রেখেছেন জশপ্রীত বুমরাহ।

বুমরাহ আরও যোগ করেছেন, “আমাদের খুব অভাবের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার একজোড়া জুতো ছিল। একজোড়া টি-শার্ট ব্যবহার করতাম। টি-শার্ট দুটো বারবার পরতে হত। তাই প্রত্যেকদিনই কাচতে হত।” এদিকে তাঁর মা দলজিত জানিয়েছেন, আইপিএলের ম্যাচে ছেলেকে প্রথমবার খেলতে দেখে তিনি কান্না চেপে রাখতে পারিনি। বুমরাহ বলেছেন, ছোটবেলার ওই প্রতিকূল পরিস্থিতি তাঁকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করেছে।

বুমরাহর পায়ে এখন দামি জুতো। বিভিন্ন কোম্পানির সঙ্গে তাঁর চুক্তি। অসংখ্য টি শার্ট তাঁর বাড়ির আলমারিতে। আর্থিকভাবে এখন স্বচ্ছল তিনি। তবে সাফল্যের শিখরে পৌঁছনোর কাহিনি উঠতি প্রতিভাদের কাছে প্রেরণার। সেটাই ফের মনে করিয়ে দিলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।

[আরও পড়ুন: মোটিভেশন স্বামী বিবেকানন্দের বই, উনচল্লিশেও বাংলার ‘ক্রাইসিস ম্যান’ অনুষ্টুপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement