Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে আবেগপ্রবণ রোহিত, ঈশানের থেকে চান সেঞ্চুরি

দ্বিতীয় টেস্টের দল কী হবে? কী জানালেন ক্যাপ্টেন রোহিত?

Team India skipper Rohit Sharma wants Ishan Kishan to it century | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 19, 2023 11:07 am
  • Updated:July 19, 2023 11:08 am  

স্টাফ রিপোর্টার: কেউ এখনও খেয়াল করেছেন কি না, জানা নেই। কিন্তু পোর্ট অফ স্পেনে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের একটা আলাদা গুরুত্ব আছে। সেটা হল, পোর্ট অফ স্পেনে শততম ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম‌্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। যা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে মনে করিয়ে দেওয়া মাত্র, তিনি রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন।

স্বাভাবিক। কম স্মরণীয় ঘটনা তো আর জড়িয়ে নেই দু’দেশের ক্রিকেটকে ঘিরে। রোহিত (Rohit Sharma) বলছিলেন, ‘‘আমি এরকম একটা ঐতিহাসিক টেস্টে টিম নিয়ে মাঠে নামব, ভাবলেই দারুণ লাগছে। এরকম ম‌্যাচ তো আর রোজ-রোজ আসে না। তাই আমি ভাগ‌্যবান এ রকম একটা টেস্টের শরিক হতে পেরে। আশা করব, ওয়েস্ট ইন্ডিজ প্রত‌্যাবর্তন করবে। টিমটার ক্ষমতা যথেষ্ট।’’

Advertisement

Rohit

[আরও পড়ুন: ফেসবুকে আলাপ, বাংলাদেশ থেকে ভারতে এসে যুবককে বিয়ে তরুণীর, তারপরই রক্তাক্ত প্রেমকাহিনি!]

একদিকে, শততম টেস্টের আবহ। তার উপর আবার মঙ্গলবার ছিল টিমের উইকেটকিপার-ব‌্যাটার ঈশান কিষাণের পঁচিশতম জন্মদিন। যা নিয়ে হাসি-ঠাট্টাও চলল। ঈশানকে ভারত অধিনায়ক বললেন যে, ‘‘তুই আমাদের সেঞ্চুরি করে জন্মদিনের উপহার দে!’’ দ্বিতীয় টেস্টের দল কী হবে, রোহিত এদিন খোলসা করে বলতে চাননি। তবে দারুণ কিছু ওলটপালট হওয়ার সম্ভাবনা কম। মঙ্গলবার পুরো ভারতীয় টিমই ট্রেনিং সেশনে এসেছিল (মাঝে কিট-বিভ্রাটের জন‌্য প্র্যাকটিসে নামতে দেরি হল ভারতীয় টিমের। কারণ, কিট আসতে দেরি হয়)। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালকেই যেতে দেখা গিয়েছে। ডমিনিকা টেস্ট থেকে ব‌্যাটিং অর্ডারের তিন নম্বরে নামছেন যিনি, সেই শুভমান গিলকে নিয়ে আবার আলাদা ক্লাসে বসতে দেখা গেল রোহিতকে। শুধু তাই নয়, ভারতীয় ব‌্যাটিংয়ের দুই নক্ষত্র রোহিত শর্মা এবং বিরাট কোহলি- দু’জনেই দীর্ঘক্ষণ ব‌্যাটিং নিয়ে কথাবার্তা চালালেন। ট্রেনিংয়ের শেষে বিরাটের সঙ্গে আবার ব্রায়ান লারার দেখাও হয়ে গেল।

Virat

চলতি টেস্ট সিরিজ থেকেই ভারতীয় টেস্ট টিমের ‘ট্রানজিশন’ পর্ব শুরু হয়ে গিয়েছে। চেতেশ্বর পূজারা বাদ পড়ে গিয়েছেন। তাঁর জায়গায় খেলানো হচ্ছে গিলকে। আর রোহিতের সঙ্গে ওপেনিংয়ে যাচ্ছেন যশস্বী। ‘‘দেখুন, এটা হওয়ারই ছিল। ট্রানজিশন একদিন না একদিন তো আসতই। কিন্তু সেক্ষেত্রে আমাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। নতুন যারা আসছে, তাদের থেকে টিম কী চায়, সেটা বুঝিয়ে বলাটা খুব দরকার। আমি নিশ্চিত, ওরা ভবিষ‌্যতে ভারতীয় ক্রিকেটকে অন‌্য উচ্চতায় নিয়ে যাবে,’’ বলতে থাকেন রোহিত। যিনি ঈশান নিয়েও সমান প্রভাবিত। বললেন, ‘‘ঈশানকে স্বাধীনতা দেওয়া হয়েছে সম্পূর্ণ। আমি ওর কিপিং দেখে মুগ্ধ। ডমিনিকা পিচে বল টার্ন করছিল, বাউন্স করছিল। সেই পিচে অশ্বিন-জাদেজাকে কিপ করা সহজ ছিল না।’’

[আরও পড়ুন: ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে লড়বে ভারত, টুইটার বায়ো বদলে বিরোধী জোটকে তোপ হিমন্তের]

ঘুরেফিরে কী দাঁড়াল? ভারতীয় টিম এখন সুখী সংসার। যারা পোর্ট অফ স্পেনের ঐতিহাসিক টেস্টে ইতিহাস সৃষ্টির প্রচেষ্টায় প্রতী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement