Advertisement
Advertisement

Breaking News

Team India

IND v WI: হাজারতম ওয়ানডে ম্যাচে রেকর্ড চাহালের, ভারতীয় বোলিং দাপটে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

তিনটি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর।

Team India restrict West Indies by 176 in first ODI | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 6, 2022 4:50 pm
  • Updated:February 6, 2022 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারো প্রতিকূলতা কাটিয়ে ভারতের হাজারতম ওয়ানডে ম্যাচে নেমেছে রোহিত শর্মা অ্যান্ড কোং। আর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একেবারে বাঘের বাচ্চার মতোই খেললেন ভারতীয় বোলাররা। যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দরদের দাপটে রীতিমতো অসহায় হয়ে পড়লেন ক্যারিবিয়ানরা। ৪৩.৫ ওভারে মাত্র ১৭৬ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

টিম ইন্ডিয়ার (Team India) হাজারতম ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। রবিবারই প্রথমবার সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের ফুলটাইম অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি। আর তাঁর নেতৃত্বেই পোলার্ড বাহিনীর ভিত কাঁপিয়ে দিলেন ভারতীয় বোলাররা। ক্রিকেট ইতিহাসে ঢুকে পড়ল চাহালেন (Yuzvendra Chahal) নাম। পঞ্চম দ্রুততম ভারতীয় বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ১০০টি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ৫৬টি ইনিংসে একশো উইকেট নিয়ে যে তালিকার শীর্ষে রয়েছেন মহম্মদ শামি। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে জশপ্রীত বুমরাহ (৫৭), কুলদীপ যাদব (৫৮) এবং ইরফান পাঠান (৫৯)। নিজের ৬০তম ওয়ানডে ম্যাচে এই কৃতিত্বের মালিক হলেন স্পিনার চাহাল। এখানেই শেষ নয়, ওয়ানডে-তে নবম ভারতীয় স্পিনার হিসেবে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ডও গড়ে ফেললেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত’, অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী মোদির]

এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান রোহিত (Rohit Sharma)। তবে ঝোড়ো বোলিংয়ে একের পর এক ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। দলের হাল ধরেন জ্যাসন হোল্ডার (৫৭)। অ্যালেনের সঙ্গে জুটি বেঁধে অষ্টম উইকেটে ৭৯ থেকে ওয়েস্ট ইন্ডিজকে দেড়শোর গণ্ডি পার করান হোল্ডার। চারটি উইকেট একাই তুলে নেন চাহাল। তিনটি উইকেট পান সুন্দর। প্রসিদ্ধ কৃষ্ণা ২টি ও মহম্মদ সিরাজ একটি উইকেট তুলে নেন।

করোনা আবহে দর্শকশূন্য স্টেডিয়ামেই হচ্ছে ওয়ানডে সিরিজ। যেখানে শুরুতেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এগিয়ে যেতে চায় ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বের সফরের শুরুটা কতখানি রঙিন হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: Exclusive: শোক নয়, আমি লতাজির জীবন উদযাপন করতে চাই: কপিল দেব]   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement