Advertisement
Advertisement

Breaking News

Yashasvi Jaiswal

শেহওয়াগের কোন রেকর্ড ভেঙে বিরাট-দ্রাবিড়ের নজির ছুঁলেন ‘রান মেশিন’ যশস্বী?

একগুচ্ছ রেকর্ডের মালিক যশস্বী জয়সওয়াল।

Team India opener Yashasvi Jaiswal shatters Virender Sehwag's six hitting record in Tests and joins Virat Kohli, Rahul Dravid in elite list against England। Sangbad Pratidin

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। ছবি: X হ্যান্ডেল

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 24, 2024 7:12 pm
  • Updated:February 24, 2024 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত ফর্ম বললেও কম বলা হবে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি সিরিজে তিনিই সর্বোচ্চ স্কোরার। এখনও পর্যন্ত চার টেস্টের সাত ইনিংসে সর্বাধিক ৬১৮ রান করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সর্বোচ্চ অপরাজিত ২১৪ রান। গড় ১০৩। সঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। এবং স্ট্রাইক রেট ৭৮.৩২। টিম ইন্ডিয়ার (Team India) এহেন নতুন ‘রান মেশিন’ রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ১১৭ বলে ৭৩ রান করলেও গড়লেন একাধিক রেকর্ড।

বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag) ১৬ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। একইসঙ্গে বিরাট কোহলি (Virat Kohli) ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নজির ছুঁলেন তিনি। বিরাট ও দ্রাবিড়ের পর যশস্বী হলেন তৃতীয় ভারতীয় যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও একটি টেস্ট সিরিজে ৬০০-র বেশি রান করলেন। সেই পরিসংখ্যান সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য তুলে ধরা হল।

Advertisement

[আরও পড়ুন: যশস্বীর ক্যাচ নিয়ে দুই শিবিরের মধ্যে ঝামেলা তুঙ্গে! ‘চিটার’ আওয়াজ শুনল স্টোকসের ইংল্যান্ড]

শেহওয়াগের ছক্কার রেকর্ড ভেঙে চুরমার: এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সব থেকে বেশি ছক্কা মারার নজির ছিল শেহওয়াগের দখলে। ২০০৮ সালে ২২টি ছক্কা মেরেছিলেন বীরু। এদিকে ২০২৪ সালের ২৪ মার্চের মধ্যেই টেস্টে ২৩তম ছক্কা মারলেন যশস্বী। চলতি বছরের এখনও ৩১১ দিন বাকি। স্বভাবতই আরও ছক্কা মারার সুযোগ পাবেন এই তরুণ ওপেনার। ২০০৮ সালে ১৪টি টেস্টের ২৭টি ইনিংস খেলে ২২টি ছক্কা মেরেছিলেন নজফগড়ের নবাব। যশস্বী সেই রেকর্ড ভাঙলেন মাত্র পাঁচটি টেস্টের নবম ইনিংসে।

দ্রাবিড়কে টপকে যাওয়া: রাহুল দ্রাবিড় ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই চার টেস্টের ছয় ইনিংসে ৬০২ করেছিলেন। ৮৫টা চার সহ করেছিলেন সেই রান। গড় ১০০.৩৩। সঙ্গে ছিল নটিংহ্যামের দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ১১৫। হেডিংলে-তে ম্যাচ জেতানো ১৪৮। আর ওভালে ‘দ্য ওয়াল’-এর ব্যাট থেকে এসেছিল ২১৭। যশস্বী চলতি সিরিজে এখনই ৬১৮ রান করে বর্তমান হেড কোচকে টপকে গিয়েছেন।

বিরাটের রেকর্ড ভেঙে দেওয়া সময়ের অপেক্ষা: ২০১৬-১৭ মরসুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন বিরাট। পাঁচ ম্যাচের আট ইনিংসে তাঁর রান ছিল ৬৫৫। মেরেছিলেন মোট ৭২টি চার ও ১টি ছক্কা। সর্বোচ্চ ২৩৫। গড় ১০৯.১৬। সঙ্গে দুটো সেঞ্চুরি, দুটো হাফসেঞ্চুরি ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে করেছিলেন সিরিজের সর্বোচ্চ ২৩৫ রান। এছাড়া ভাইজ্যাগে কিং কোহলির ব্যাট থেকে এসেছিল ১৬৭ রান। বিরাটকে পিছনে ফেলে দিতে হলে যশস্বীকে আরও ৩৭ রান করতে হবে।

[আরও পড়ুন: ‘আমিও ভয় পাই!’, কেন মহিলা অনুরাগীকে এমন কথা বললেন যশস্বী? দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement