সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্ট চলাকালীন বিরাট কোহলি (Virat Kohli) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ‘পাঠান’ (Pathaan) ছবির জনপ্রিয় গান ‘ঝুমে জো পাঠান’-এর গানের সঙ্গে পা মিলিয়েছিলেন। তার পর থেকেই ভারতীয় দলের সতীর্থরা রবীন্দ্র জাদেজার নতুন এক নাম দিয়েছেন। মাঠে সতীর্থরা ভারতের এই অলরাউন্ডারকে ‘পাঠান’ বলে ডাকতে শুরু করে দিয়েছেন।
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট হচ্ছে দিল্লিতে। টেস্টের প্রথম দিনের খেলা চলাকালীন আরও একবার শোনা গিয়েছে জাদেজাকে ‘পাঠান’ বলে ডাকা হচ্ছে। স্টাম্প মাইক্রোফোনেও শোনা গিয়েছে তা। স্টাম্প মাইক্রোফোনে শোনা গিয়েছে জাদেজাকে উদ্দেশ করে বলা হচ্ছে, ”চল পাঠান, কাম অন পাঠান, সাবাশ।” সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনুমান করেছেন, কেএস ভরতই উইকেটের পিছন থেকে জাদেজাকে পাঠান বলে ডাকছেন। অন্যান্যদের গলাও ভেসে এসেছে স্টাম্প মাইক্রোফোন থেকে। অস্ট্রেলিয়ার ইনিংসের ৬৪-তম ওভারে স্টাম্প মাইক্রোফোনে শোনা গিয়েছে জাদেজাকে ‘পাঠান’ নামে ডাকা হচ্ছে।
১৪ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন জাদেজা। আর তাঁর এই দীর্ঘ কেরিয়ারে ‘রকস্টার’, ‘জাড্ডু’ এবং ‘স্যর’– এই সব নাম ধরে তাঁকে ডাকা হয়। কিন্তু ‘পাঠান’ নাম এই প্রথম। এক সাক্ষাৎকারে জাদেজা বলেছিলেন, ”মানুষ, আমার নাম ধরে যদি আমাকে ডাকে, তাহলেই ঠিক আছে। আমাকে কেউ স্যর বলুক, তা আমি চাই না। আমাকে বাপু বলেও কেউ ডাকতে পারে। এই স্যর-ভ্যার আমার ভাল লাগে না।”
বর্ডার-গাভাসকর সিরিজে দারুণ ছন্দে রয়েছেন জাদেজা। প্রথম টেস্টে জাদেজার পারফরম্যান্স সবার নজর কেড়ে নিয়েছে। দ্বিতীয় টেস্টে আড়াইশো ক্লাবের সদস্য হয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.