Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy

‘অন্যায়ভাবে সাহায্য পাচ্ছে ভারত’, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়ে ‘অজুহাত’ ইংল্যান্ডের

ইংল্যান্ডের প্রাক্তনরা যে ভারতের বাড়তি সুবিধা নিয়ে কান্নাকাটি করছেন, সেই ইংল্যান্ডকে ভারতের বিরুদ্ধে খেলতেই হয়নি।

Team India getting advantage in Champions Trophy, says England Greats

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 27, 2025 6:20 pm
  • Updated:February 27, 2025 9:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশ্নগুলি প্রথম তোলা শুরু করেছিল বাংলাদেশি সংবাদমাধ্যম। এবার ইংল্যান্ডের কিংবদন্তিদের মুখেও একই সুর। নাসের হুসেন, মাইকেল আথার্টনরা বলছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যায় সুবিধা পাচ্ছে ভারত। হয়তো পাকিস্তান আয়োজক দেশ, কিন্তু ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলবে দুবাইয়ে। এ পর্যন্ত এই টুর্নামেন্টে দুটি ম্যাচে সেখানে টিম ইন্ডিয়াকে খেলতে হয়েছে। দুটি ম্যাচই তারা অনায়াসে জিতে গিয়েছে। নাসির হোসেন মনে করছেন, “ভারত যে শুধুমাত্র একটা ভেন্যুতে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। ভারত ঠিক কতটা সুবিধা পাচ্ছে, সেটা অবশ্য মেপে বলা যাবে না। কিন্তু বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা নিয়ে সংশয় নেই।”

Advertisement

নাসের হুসেনের কথায়, “ওরা একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপরই মনোনিবেশ করতে হচ্ছে। ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।” মাইকেল আথার্টনও একই কথা বলছেন। তাঁর বক্তব্য, “আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এতা সত্যিই অন্যায় সুবিধা।”

মজার কথা হচ্ছে, ইংল্যান্ডের প্রাক্তনরা যে ভারতের বাড়তি সুবিধা নিয়ে কান্নাকাটি করছেন, সেই ইংল্যান্ডকে ভারতের বিরুদ্ধে খেলতেই হয়নি। অথচ তাঁরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। ক্রিকেটপ্রেমীরা বলছেন, হেরে গিয়ে এখন অহেতুক অজুহাত খুঁজছে ইংল্যান্ডের প্রাক্তনীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মেগা টুর্নামেন্টের স্টেকহোল্ডারদের মতামত অনুসারেই সূচি তৈরি হয়েছে। সকলেই জানত ভারত দুবাইয়েই সব ম্যাচ খেলবে, অভিযোগ জানানোর হলে সে সময়ই জানানো যেত। কিন্তু ইংল্যান্ড বা অন্য কোনও দেশই সেসময় অভিযোগ জানায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement