Advertisement
Advertisement

IND vs PAK: ‘বিরাট-রোহিতের ইগোর লড়াইয়ের জন্য ভারত আইসিসি ইভেন্টে চোকার্স!’ প্রাক্তন পাক অধিনায়কের বিস্ফোরক মন্তব্য

বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে!

Team India couldn't perform due to internal issue in the ICC tournaments, says Rashid Latif। Sangbad Pratidin

বিরাট ও রোহিতের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন প্রাক্তন পাক অধিনায়ক। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 14, 2023 3:02 pm
  • Updated:August 29, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দশক হয়ে গিয়েছে, আইসিসি-র (ICC) কোনও ইভেন্টেই সাফল্য পাচ্ছে না ভারত। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে টিম ইন্ডিয়া (Team India) শেষবার শিরোপা জিতেছিল। এর পর থেকে ক্রিকেটের কোনও ফরম্যাটেই বিশ্বজয়ী হতে পারেনি ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এর কারণ অনুসন্ধানে অনেকেই অনেক কথা বলছেন। তবে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক রাশিদ লতিফের (Rashid Latif) মতে, বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে ইগোর লড়াইয়ের জন্যই নাকি আইসিসি প্রতিযোগিতায় ভারত সাফল্য পাচ্ছে না! 

পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার রাশিদ লতিফ মনে করেন, দলের ভেতরকার সমস্যার কারণেই নাকি ভারত আইসিসি ইভেন্ট জিততে পারছে না। তাঁর মতে,
বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে দলের পারফরম্যান্সে। ইউটিউব চ্যানেলে রাশিদ বলেছেন, “বিরাট কোহলির একটা লক্ষ্য ছিল এবং ও জিততে চেয়েছিল। কিন্তু ওকে অহেতুক বরখাস্ত করা হয়। এর প্রভাব দলের উপর মারাত্মক ভাবে পড়েছে। এছাড়া রোহিতের সঙ্গে ইগোর লড়াইয়ের জন্য দল ভুগছে।”

Advertisement

[আরও পড়ুন: Prithvi Shaw: ফিটনেস নিয়ে কটাক্ষ হজম করেও দ্বিশতরানের পর এবার সেঞ্চুরি! বাইশ গজে পৃথ্বীর রাজ চলছে]

রশিদ আরও বলেন, “এখন দুটি বড় ইভেন্ট আসছে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ এবং ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ। ভারতীয় বেশ ভাল। তবে ওদের সমস্যা শুরু হয় যখন টপ অর্ডারের তিনজন দ্রুত আউট হয়ে যায়। প্রথম তিন ব্যাটার ২৫-৩০ ওভার খেলতে পারলে ভারত সহজেই ম্যাচ জিতবে। তবে ভারতীয় দলের সমস্যা হল টপ অর্ডারের তিনজন আগের মতো পারফর্ম করছে না।”

এশিয়া কাপ শুরু ৩১ আগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সবার নজর ২ সেপ্টেম্বরের দিকে। বাইশ গজের এই যুদ্ধ‘মাদার অফ অল ব্যাটল’-এর দিকে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যার প্রস্তাব পাকিস্তান দিয়েছি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন’টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল।

[আরও পড়ুন: Virat Kohli on Babar Azam: ‘বাবরই সেরা!’ এশিয়া কাপের আগে মাইন্ড গেম শুরু করে দিলেন বিরাট!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement