Advertisement
Advertisement
WTC

ধরমশালা টেস্টের আগেই সুখবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?

Team India climbs to the top spot of WTC Points Table

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 4, 2024 8:53 am
  • Updated:March 4, 2024 3:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল‌্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর সিরিজে দুরন্ত প্রত‌্যাবর্তন করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। রাঁচিতে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছেন রোহিত শর্মারা। আর ধরমশালায় সিরিজের শেষ টেস্টে নামার আগে আরও একটা ভাল খবর থাকছে টিম ইন্ডিয়ার জন‌্য। বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপের লিগ টেবিলে এক নম্বরে উঠে এল ভারত।

এখনও পর্যন্ত এবারের টেস্ট চ‌্যাম্পিয়নশিপে (WTC) ভারতীয় দল মোট আটটি টেস্ট খেলেছে। যার মধ্যে জয় পাঁচটায়। দুটো হার। একটা ড্র। আপাতত ৬৪.৫৮ পয়েন্ট শতাংশ নিয়ে লিগ শীর্ষে রয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার কাছে টেস্টে হারের পর নিউজিল‌্যান্ড নেমে এসেছে দু’নম্বরে। তাদের পয়েন্টের শতাংশ ৬০। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া (৫৯.০৯)। যা পরিস্থিতি, তাতে ধরমশালায় সিরিজের শেষ টেস্ট জিততে পারলে রোহিতরা লিগ টেবিলে নিজেদের জায়গাটা আরও শক্তিশালী করবে। তেমনই অস্ট্রেলিয়ার কাছেও দুই নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে। তাদেরও সিরিজের শেষ টেস্টে হারাতে হবে নিউজিল‌্যান্ডকে।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদিজি ক্ষমা করলেন না’, লোকসভায় টিকিট না পেয়ে অভিমানী সাধ্বী প্রজ্ঞা]

গত দুটো বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপেই ফাইনাল উঠেছিল ভারত। কিন্তু দু’বারই শূন‌্য হাতে ফিরতে হয়েছে। প্রথমবার নিউজিল‌্যান্ডের কাছে হার। পরের ফাইনাল হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার সেই রেকর্ড যে বদলাতে রোহিতরা মরিয়া থাকবে, সেটা বলে দেওয়াই যায়। কিন্তু তার আগে ফাইনাল নিশ্চিত করতে হবে।

এরপর আরও দুটো হোম সিরিজ রয়েছে ভারতের। বাংলাদেশ আর নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে। দুটো সিরিজে টিম ইন্ডিয়ার লক্ষ‌্য থাকবে যত সম্ভব বেশি পয়েন্ট তুলে রাখা। কারণ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম। ওই সফর যে কতটা চ‌্যালেঞ্জিং হয়, সেটা টিমের প্রত্যেকের জানা। যদিও রোহিতরা ভবিষ‌্যত নিয়ে এখনই বেশি ভাবনা-চিন্তা করতে চাইছে না। বরং টিমের যাবতীয় ফোকাস এখন ধরমশালা টেস্টে।

[আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে গোল, গোকুলাম ম্যাচে জয় মহামেডানের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement