ভারত: ২৬৫/১০ (শ্রেয়স-৮০, পন্থ-৫৮, হোল্ডার-৩৪/৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৯/১০ (স্মিথ-৩৮, পুরান-৩৪, সিরাজ-২৯/৩, কৃষ্ণা-২৭/৩)
৯৬ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা ছিল যেন শুধুই সময়ের অপেক্ষা। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রত্যাশিতভাবেই এল সেই জয়। আর সেই সঙ্গে ঘরের মাটিতে ক্যারিবিয়ান দলকে উড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ফুলটাইম অধিনায়কত্বের সফর শুরু করলেন রোহিত শর্মা।
WHAT. A. WIN! 👌 👌@prasidh43 gets the last West Indies wicket & @imVkohli takes the catch as the @ImRo45-led #TeamIndia win the third @Paytm #INDvWI ODI by 96 runs to complete the series sweep. 👏 👏
Scorecard ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/bR7KzaBTDx
— BCCI (@BCCI) February 11, 2022
নিজের নেতৃত্বের সফরটা স্মরণীয় করেই রাখতে চান প্রত্যেক ক্রিকেটার। হাজার বিতর্কের মাঝেই ভারতীয় দলের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। তবে সে দায়িত্ব পাওয়ার পরই চোট পেয়েছিলেন। যার জন্য নির্ধারিত সিরিজ দিয়ে সফর শুরু হয়নি। অবশেষে দেশের মাটিতে পুরান বাহিনীর বিরুদ্ধেই ফুলটাইম অধিনায়ক হন রোহিত। আর নেতা হিসেবে তো বটেই, ব্যাটার হিসেবেও এ সিরিজ রোহিতের জন্য স্মরণীয় হয়ে রইল।
এদিন রোহিত (Rohit Sharma) প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও ভারতের শুরুটা খুব একটা সুখকর হয়নি। করোনামুক্ত হয়ে দলে ফেরা শিখর ধাওয়ান (১০) ওপেন করতে নেমে ব্যর্থ হন। রোহিতও ফেরেন মাত্র ১৩ রানে। আর বিরাট কোহলির (Virat Kohli) কথা যত কম বলা যায়, তত ভাল। এই নিয়ে ১৫ বার ওয়ানডে-তে শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়লেন তিনি। ভারতীয় হিসেবে ওয়ানডে-তে সর্বোচ্চ শূন্য রানে ফেরার তালিকায় পঞ্চম স্থানে নাম উঠে এল তাঁর।
টপ অর্ডারের তিন তারকা ব্যাটার ব্যর্থ হলে দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। ৮০ রান করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। ৫৮ রান করে সঙ্গ দিলেন পন্থ। তাঁরা প্যাভিলিয়নে ফিরলে সূর্যকুমার যাদব এবং দলে সুযোগ পাওয়া দীপক চাহার করেন যথাক্রমে ৩৩ ও ৩৮ রান। হাত ঘুরিয়ে আবার জোড়া উইকেটও তুলে নেন চাহার। ব্যাটিংয়ে ভারত তেমন সুবিধা করতে না পারলেও এদিন দুরন্ত বল করে দলকে সহজেই জিতিয়ে দিলেন পেসার ও স্পিনাররা। সিরাজ, চাহারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবিয়ান ব্যাটাররা। তিনটি করে উইকেট নেন সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুটি উইকেট পান চাহালের বদলে দলে আসা ভারতের চায়না ম্যান কুলদীপ যাদবও।
কথায় বলে যার শেষ ভাল তার সব ভাল। এই সিরিজ জয়ই যেন কোহলির ব্যর্থতা, ভারতীয় টপ অর্ডারে একাধিক ক্রিকেটারের অফ ফর্মের মতো ফ্যাক্টরগুলিকে সাময়িকভাবে ঢেকে দিল। তবে টি-২০ সিরিজে নামার আগে নিঃসন্দেহে যাবতীয় ভুলত্রুটি শুধরে নেওয়ারই চেষ্টা করবে রোহিত অ্যান্ড কোং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.