Advertisement
Advertisement

নিয়মরক্ষার ম্যাচে দাপুটে পারফরম্যান্স, ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ চুনকাম রোহিত ব্রিগেডের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুরন্ত ছন্দে ভারত।

Team India beats England in third match of series
Published by: Anwesha Adhikary
  • Posted:February 12, 2025 8:28 pm
  • Updated:February 12, 2025 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ড্রেস রিহার্সাল। সেই ইংল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। টানা তিন ম্যাচ জিতে সিরিজ চুনকাম করলেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করতে নেমে দাপট দেখালেন শুভমান গিলরা। তারপর বল হাতে ব্রিটিশ ব্রিগেডকে গুঁড়িয়ে দিল ভার‍তের বোলিং লাইন আপ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবমিলিয়ে দুরন্ত ছন্দে মেন ইন ব্লু। 

পরপর দুই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল মেন ইন ব্লু। তাই ভারতীয় দলের কাছে আহমেদাবাদের ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। ভারত অধিনায়ক গত ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করলে এদিন মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়কের ব্যর্থতা অবশ্য ঢেকে দিয়েছেন দলের বাকি ব্যাটাররা। ১০২ বলে ১১২ রান করেন শুভমান গিল। ৫৫ বলে ৫২ রান করেন বিরাট কোহলিও। চেনা ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছে কিং কোহলির ইনিংসে। 

Advertisement

ভারতের রানের গতি এগিয়ে নিয়ে যান শ্রেয়স। চলতি সিরিজে দুরন্ত ফর্মে থাকা মুম্বইকর এদিন ৬৪ বলে ৭৮ রান করেন। ২৯ বলে ৪০ রান আসে কে এল রাহুলের ব্যাট থেকেও। ব্যাটারদের তাণ্ডবে একটা সময়ে মনে হচ্ছিল ভারতের রান ৪০০ পেরিয়ে যাবে। তবে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৫৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন আদিল রশিদ। 

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুর দিকে আগ্রাসী ব্যাটিং করেন ব্রিটিশ ওপেনার বেন ডাকেট এবং ফিল সল্ট। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই ইংল্যান্ডের রানের গতিতে লাগাম পরান অর্শদীপ সিংরা। দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান তারকা পেসার। জোড়া উইকেট তুলে নেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া। একটি করে উইকেট গিয়েছে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরের ঝুলিতেও। ভারতীয় বোলিংয়ের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৪.২ ওভারে শেষ হয়ে যায় ব্রিটিশ ইনিংস। ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়ী ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub