Advertisement
Advertisement
Virat Kohli

৬ বছরে টেস্টে সবচেয়ে খারাপ র‌্যাঙ্কিং কোহলির, বড়সড় লাফ অশ্বিন-শ্রেয়সের

বর্ষশেষে বিরাটের সঙ্গী শুধুই হতাশা।

Team India batter Virat Kohli falls to worst Test ranking in 6 years | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 28, 2022 4:44 pm
  • Updated:December 28, 2022 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের মাটিতে টেস্টে হোম ফেভারিটদের হোয়াইটওয়াশ করেছে ভারত। শাকিবদের বিরুদ্ধে ২-০-তে সিরিজ জেতেন কেএল রাহুলরা। তবে সেই টেস্টে নজর কাড়তে ব্যর্থ বিরাট কোহলি। আর তাই বছর শেষে হতাশাই জুটল কোহলির কপালে। গত ৬ বছরে এবারই টেস্টে সবচেয়ে খারাপ র‌্যাঙ্কিংয়ে শেষ করলেন তিনি।

বুধবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের নয়া তালিকা প্রকাশ করেছে আইসিসি (ICC)। সেখানেই দেখা যাচ্ছে, ক্রমতালিকায় দু’ধাপ নেমে ১৪ নম্বরে পৌঁছে গিয়েছেন কোহলি (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে যথাক্রমে ১ এবং ১৯* রান করেন কোহলি। দ্বিতীয় টেস্টেও ক্রিজে টিকতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। দুই ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে মাত্র ২৫ রান। আর সেই কারণেই র‌্যাঙ্কিংয়ে এমন বড়সড় পতন কোহলির। ২০১৬ সালের নভেম্বরের পর এই প্রথম আইসিসির ক্রমতালিকার এত নিচে থেকে বছর শেষ করলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বর্ষশেষে চোখরাঙাচ্ছে করোনা, সংক্রমণ রুখতে ৫ দফা গাইডলাইন জারি রাজ্যের]

কোহলির মুখ থুবড়ে পড়ার দিন অবশ্য নজর কাড়লেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশ টেস্টে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে তিন ধাপ উঠে ৮৪ নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতীয় (Team India) স্পিনার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও অলরাউন্ডার বিভাগেও উন্নতি করেছেন অশ্বিন। বর্তমানে বোলারদের তালিকায় জশপ্রীত বুমরাহর সঙ্গে যুগ্মভাবে চতুর্থ স্থানে তিনি। এই টেস্টেই নিজেকে আরও একবার অলরাউন্ডার হিসেবে তুলে ধরেছেন অশ্বিন। তারই স্বীকৃতি হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। জাদেজার ঠিক পরেই তিনি। উল্লেখযোগ্য ভাবে ক্রমতালিকায় উন্নতি ঘটেছে শ্রেয়স আইয়ারেরও। ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ১৬ নম্বরে তিনি। তাঁর ঝুলিতে ৬৬৬ পয়েন্ট।

এঁরা ছাড়াও ভারতীয়দের মধ্যে উন্নতি করেছেন পেসার উমেশ যাদব। বোলারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে তিনি। অলরাউন্ডার হিসেবেও তিনধাপ উঠে ৪৮ নম্বর স্থানে উমেশ। ২৬৮ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্টের এক নম্বর দল ভারত। বাংলাদেশকে হারানোয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা খুলে রেখেছেন কোহলিরা। তবে টিকিট পাকা করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভাল পারফর্ম করতে হবে টিম ইন্ডিয়াকে। এদিকে, বছরের সেরা ইমার্জিং ক্রিকেটার হিসেবে আইসিসির মনোনয়ন পেলেন অর্শদীপ সিং। 

[আরও পড়ুন: প্রিকশন ডোজ নেওয়া থাকলে ভুলেও ন্যাজাল ভ্যাকসিন নয়, সতর্ক করল কোভিড টাস্ক ফোর্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement