সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেও ফিরে এসে টেস্টে অভিষেক ঘটানো যায়। ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দিলেন শ্রেয়স আইয়ার। ঠান্ডা মাথায় অনবদ্য ইনিংস খেলে প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকালেন। ম্যাচের ফল কী হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে শ্রেয়সের দুর্দান্ত পারফরম্যান্সে কানপুর টেস্ট নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে রইল।
১৬ তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে শতরানের রেকর্ড গড়লেন শ্রেয়স (Shreyas Iyer)। এর আগে প্রথম টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন লালা অমরনাথ, দীপক শোধন, কৃপাল সিং, আব্বাস আলি বেজ, হনুমন্ত সিং, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সুরেন্দ্র অমরনাথ, মহম্মদ আজহারউদ্দিন, প্রবীণ আমরে, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও পৃথ্বী শ।
A debut to remember for @ShreyasIyer15 as he brings up his maiden Test century
Live – https://t.co/9kh8Df6cv9 #INDvNZ @Paytm pic.twitter.com/GqItxthhXB
— BCCI (@BCCI) November 26, 2021
চোট-আঘাত খেলারই অঙ্গ। কিন্তু গুরুতর চোট সারিয়ে টেস্টে অভিষেক ঘটানো যে কোনও ক্রিকেটারের জন্যই বড় সাফল্য। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তেমনই এক তরুণের উত্থানের সাক্ষী রইল কানপুর। অভিষেক টেস্টে আপামর ভারতবাসীর মন জয় করে নিলেন শ্রেয়স। চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন এই ভারতীয় ব্যাটার। এরপর অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। আইপিএলের প্রথম ভাগেও দিল্লি ক্যাপিটালসকেও নেতৃত্ব দিতে পারেননি। রিহ্যাবের পর আবার ফেরেন ছোট ফরম্য়াটের ক্রিকেটে। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা পেলেও খেলার সুযোগ হয়নি। তবে টেস্টে সুযোগ পেয়েই ছক্কা হাঁকালেন। এদিন ১৭১ বল খেলে ১০৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স। মূল্যবান উইকেটটি তুলে নেন টিম সাউদি। তবে ততক্ষণে দল তিনশোর গণ্ডি টপকে গিয়েছে।
টেস্ট ক্রিকেটে তারুণ্যের ঔজ্জ্বল্য নিশ্চিতভাবেই ভারতীয় (Team India) ক্রিকেটের জন্য অত্যন্ত ভাল পোস্টার। তরুণ ব্রিগেডে ভর করেই অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় এসেছিল ভারতের। দেশের মাটিতে টেস্ট ফিরতে তারই কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে? শ্রেয়সের এই পারফরম্যান্সের পর দ্রাবিড় জমানায় সমর্থকদের প্রত্যাশা যে বেড়ে গেল তা বলাই যায় ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.