রাজর্ষি গঙ্গোপাধ্যায়: মেয়র্স কাপ শুরুর দিনেই রেকর্ড হয়ে গেল স্কুল ক্রিকেটে। নোপানি হাইস্কুলের বিরুদ্ধে হাজার রান করল নব নালন্দা! যা আজ পর্যন্ত বাংলার স্কুল ক্রিকেটে তো বটেই, ভারতবর্ষের স্কুল ক্রিকেটে কখনও ঘটেছে বলে শোনা যায়নি। আরও অবিশ্বাস্য যে, জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে অলআউট হয়ে গেল নোপানি হাইস্কুল। নব নালন্দা জিতল ১০৬৩ রানে!
ঠিক কী হয়েছে? শোনা গেল, প্রথমে ব্যাট করতে নেমে নব নালন্দা (Naba Nalanda High School) যখন ২২ ওভারে ৫৬৭, তখন নজিরবিহীন ভাবে ওয়াকআউট করার সিদ্ধান্ত নাকি নেয় নোপানি হাইস্কুল। আর এখানেই লুকিয়ে যাবতীয় টুইস্ট। যথাযথ কারণ পেশ না করেই মাঠ ছাড়ে তারা। স্বাভাবিক ভাবেই তাই শাস্তির খাঁড়া নেমে আসে নোপানি হাইস্কুলের উপর। আম্পায়াররা শাস্তিস্বরূপ ৫০০ রান পেনাল্টি দেন নব নালন্দাকে!
এর আগে এত রান পেনাল্টি হিসেবে কোনও দল পায়নি। এটাও একটা রেকর্ড। আর তাতেই নব নালন্দার মোট রান হাজার পেরিয়ে যায়। এই স্কুলের কোচ গৌতম দাস বলছিলেন, ”ওরা খেলতেই চাইছিল না। আমাদের সঙ্গে লড়াই না করতে পেরেই খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছিল। তাই খেলার মাঝে ওয়াকআউটের সিদ্ধান্ত নেয়। পেনাল্টি হিসেবে আমরা পাঁচশো রান পাই। আমরা জানি যে, রেকর্ড হয়েছে। কিন্তু এভাবে আমরা খেলতে চাইনি।”
এহেন অদ্ভুত ম্যাচ নিয়ে কী বলছে বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (CAB)? কেনই বা এরকম দুর্বল টিমকে খেলার অনুমতি দিয়ে ম্যাচটাকে হাস্যকর জায়গায় নামানো হল? ফলাফল সামনে আসতেই উঠেছে এসব প্রশ্ন। জবাবে সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাসের সাফাই, ”৫২টা স্কুল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আমরা জানব কী করে কে শক্তিশালী, কে দুর্বল।” সব মিলিয়ে হাজার রানের ম্যাচ নিয়ে শোরগোল ময়দানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.