তপন মেমোরিয়াল: ২০ ওভারে ১৪৫/৬ (শাহবাজ আহমেদ ৫১, আকাশদীপ ২/১৫)
মোহনবাগান: ২০ ওভারে ১১২/১০ (অনুষ্টুপ মজুমদার ৪৬, শাহবাজ ৫/১০)
তপন মেমোরিয়াল ৩৩ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীরে এসে ডুবল তরী। CAB আয়োজিত বেঙ্গল টি-টোয়েন্টি (T-20) চ্যালেঞ্জ লিগের ফাইনালে তপন মেমোরিয়ালের (Tapan Memorial) কাছে ৩৩ রানে হেরে গেল মোহনবাগান (Mohun Bagan)। তপন মেমোরিয়ালের অধিনায়ক শাহবাজ আহমেদের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স এবং নিজেদের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারল সবুজ–মেরুন ব্রিগেড। কাজে এল না বাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদারের কিংবা ওপেনার বিবেক সিংয়ের লড়াইও।
ইডেনে বুধবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহনবাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদাও রাখেন বাগান বোলাররা। ৪০ রানে ৪ উইকেট পড়ে যায় তপন মেমোরিয়ালের। কিন্তু এরপরই পালটা লড়াই শুরু করেন শাহবাজ এবং কাইফ আহমেদ। ৪১ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শাহবাজ। অন্যদিকে, ৩৬ বলে ৩৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকেন কাইফ। এই দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৫ রান তোলে তপন মেমোরিয়াল। বাগান বোলারদের মধ্যে দু’টি করে উইকেট পান আকাশদীপ এবং রাজকুমার পাল। একটি করে উইকেট পান অনুরাগ তিওয়ারি ও প্রিন্স যাদব।
১৪৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে দলের ২১ রানের মাথায় আউট হন অঙ্কুর পাল (৭)। এরপর দ্রুত ফিরে যান ঋত্বিক চট্টোপাধ্যায়ও (২)। জলদি দু’উইকেট হারানোর ওপেনার বিবেক সিং এবং অনুষ্টুপ মজুমদার বাগান ইনিংসের হাল ধরেন। কিন্তু ১০.৩ ওভারে রমেশ প্রসাদের বলে বিবেক আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাগান ব্যাটিং লাইন আপ। অনুষ্টুপ শেষপর্যন্ত চেষ্টা করলেও দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি। বাগান অধিনায়কের এদিনের সংগ্রহ ৩২ বলে ৪৬ রান। তবে বিবেক আর অনুষ্টুপ বাদে কোনও বাগান ব্যাটসম্যানই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শেষপর্যন্ত ১৮ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় মোহনবাগান। দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে মাত্র ১০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শাহবাজ আহমেদ। মূলত তিনিই বাগান ব্যাটিং লাইন আপে ধস নামান। শেষদিকে অনুষ্টুপকেও ফেরান শাহবাজই।
Superman Shahbaz wins it for #TapanMemorial. They beat @Mohun_Bagan by 33 runs to win the first ever #BengalT20Challenge. #CAB #RoxxBengalT20Challenge pic.twitter.com/xBxXY0iTfi
— CABCricket (@CabCricket) December 9, 2020
Champions! #TapanMemorial are the first champions of the #BengalT20Challenge! #CAB #RoxxBengalT20Challenge pic.twitter.com/mEU5Iyhpaw
— CABCricket (@CabCricket) December 9, 2020
এর আগে টুর্নামেন্টে অবশ্য দুরন্ত ফর্মে ছিল মোহনবাগান। চির–প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে দু’টি সাক্ষাতেই হারিয়েছিলেন তাঁরা। কিন্তু ফাইনালে এসে তপন মেমোরিয়ালের কাছে হারতে হল অনুষ্টুপদের। বলা ভাল, শাহবাজের কাছেই এদিন হার মানল শতাব্দী প্রাচীন ক্লাবটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.