Advertisement
Advertisement
Tamanna Bhatia

IPL উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তামান্না ভাটিয়া, থাকতে পারেন অরিজিৎ-ক্যাটরিনাও

৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল।

Tamanna Bhatia to perform at IPL Opening ceremony along with other stars | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 29, 2023 6:37 pm
  • Updated:March 29, 2023 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরু হতে বাকি মাত্র দু’দিন। তারপরেই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে মেগা টুর্নামেন্ট। প্রতিবারেই এই অনুষ্ঠানে বসে চাঁদের হাট। নাচে-গানে মেতে ওঠে আইপিএলের (IPL 2023) উদ্বোধনী অনুষ্ঠান। চলতি বছরেও এর অন্যথা হবে না। ভারতের নানা প্রান্তের বিখ্যাত তারকারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ইতিমধ্যেই বলিউড তারকা তামান্না ভাটিয়ার (Tamanna Bhatia) নাম ঘোষণা করেছে আইপিএল (IPL 16) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ, অরিজিৎ সিংয়ের মতো তারকারাও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন। 

[আরও পড়ুন: কতটা জল প্রয়োজন বাড়িতে রাখা গাছের? সার দেবেন কত পরিমাণ? জেনে রাখুন তথ্য]

৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএলের প্রথম ম্যাচ। গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। তার আগেই বিকেল ছ’টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের তরফে টুইট করে জানানো হয়, অনুষ্ঠানে পারফর্ম করবেন তামান্না ভাটিয়া। বিখ্যাত বাহুবলী ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তামিল ও তেলুগু ছবির দুনিয়ায় বিখ্যাত নাম তামান্না।

Advertisement

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আর কে কে পারফর্ম করবেন, তা বেশ জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অভিনেত্রী রশ্মিকা মান্ধানা থাকতে পারেন উদ্বোধনে। আগে কোনওদিন এই অনুষ্ঠানে পারফর্ম করেননি পুষ্পার অভিনেত্রী। এছাড়াও ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। গানের তালে শ্রোতাদের মাতিয়ে তুলতে হাজির থাকতে পারেন অরিজিৎ সিংও। তবে এখনও আইপিএলের তরফে কিছু ঘোষণা করা হয়নি। কয়েকদিনের মধ্যেই জানা যাবে, কাদের জৌলুসে ভরে উঠবে আইপিএলের উদ্বোধনী মঞ্চ।

[আরও পড়ুন: নিশানায় বিচারপতি গঙ্গোপাধ্যায়? ‘খেয়ালখুশি মতো রায় দেন’, সুপ্রিম কোর্টে সরব মুকুল রোহতগী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement