Advertisement
Advertisement
রোহিত শর্মা

“আমাদের সমালোচনা করুন, পরিবারকে জড়াবেন না”, কেন এমন বললেন রোহিত?

কাকে কটাক্ষ করছেন রোহিত?

talk about me but don’t drag my family, says Rohit Sharma

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:January 7, 2020 1:06 pm
  • Updated:January 7, 2020 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমাদের সমালোচনা করুন, পরিবারকে টানবেন না।’ সমালোচকদের একহাত নিলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সম্প্রতি, বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে নিয়ে বিশ্বকাপের পরে বিস্তর বিতর্ক হয়েছে। শুধু বিরুষ্কা নয়, অন্য ক্রিকেটারদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তাঁরা নির্ধারিত সময়ের থেকে বেশি সময় পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। এই প্রসঙ্গেই রোহিত বিস্ফোরক মন্তব্যটি করলেন। এক সাক্ষাৎকারে রোহিত বলেন, “আমাদের পরিবার সব সময় আমাদের পাশে থাকে। খুশি রাখে। এই সব যখন লেখা হচ্ছিল, তখন আমার বন্ধুরা এসে কথাটা বলে। শুনে আমি খুব হেসেছিলাম। তবে ব্যাপারটা অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া ঠিক হয়নি। আমার পরিবারকেও জড়িয়ে ফেলা হয়েছিল। আমার সম্পর্কে বলুন। কিন্তু আমার পরিবারকে জড়াবেন না। আমার মনে হয় কোহলিরও এই ব্যাপারে একই মনোভাব। পরিবার আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ।”

Rohit-Family-V

Advertisement

তিন ফরম‌্যাট মিলিয়ে ওপেনার হিসাবে ২৪৪২ রান। টেস্ট ওপেনার হিসাবে ডাবল সেঞ্চুরি। ইংল‌্যান্ড বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে আইপিএল জয়। ২০১৯ সালটা তাঁর কাছে কোনও রূপকথার থেকে কম কিছু ছিল না। সাফল‌্যের পিছনে রহস‌্য কী? তাঁর দাবি এই অবিসংবাদী দাপট সম্ভব হয়েছে কারণ তিনি এখন আর সমালোচনার তোয়াক্কা করেন না। বরং আদ‌্যোপান্ত ‘ফ‌্যামিলি ম‌্যান’ তিনি। যাঁকে তাঁর পরিবারই উদ্দীপ্ত করে মাঠে নিজের সেরাটা দিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি দলে নেই। আর এই সাময়িক বিরতির সময়টা রোহিত কাটাচ্ছেন পরিবারের সঙ্গেই। যিনি বললেন, ‘‘স্ত্রী ও কন‌্যার দেওয়া ভালবাসার মধ‌্যেই নিজেকে আবদ্ধ রাখি। বাকি কে কী বলল বা সমালোচনা করল সে সব নিয়ে ভাবি না। আমি সেই বয়স পেরিয়ে এসেছি যখন কেউ খারাপ কথা বললে সেটা আমার উপর প্রভাব ফেলবে। ফলে কেউ কিছু বললেও এখন আর যায় আসে না।’’

Rohit-Family-1-V

[আরও পড়ুন: পরপর পাঁচ ছক্কা, ব্যাট হাতে বিগ ব্যাশ কাঁপাচ্ছেন নাইটদের নতুন তারকা]

সাদা বলের ক্রিকেটে তাঁকে ধরা হয় ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন‌্যতম সেরা। তবে ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে ধারাবাহিক সমস্ত ইনিংস খেললেও টেস্টে তিনি সফল হতে পারবেন কিনা সেই প্রশ্ন বারবার উঠেছে। তবে হিটম‌্যান যে টেস্টেও সমান সাবলীল। আর তা প্রমাণ পায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন ওপেন করে রোহিত ডাবল সেঞ্চুরি করেন। যা নিয়ে হিটম‌্যান বললেন, ‘‘এমন একটা সময় গিয়েছে যখন প্রতিটা টেস্ট ইনিংসের পরই ভিডিও অ‌্যানালিস্টের সঙ্গে গিয়ে বসতাম। টেকনিকে কোথায় সমস‌্যা ছিল সে সব নিয়ে আলোচনা করতাম। তবে দেখলাম টেকনিক নিয়ে বেশি ভাবতে গিয়ে সমস‌্যায় পড়ছি। তাই ঠিক করলাম টেস্টেও যখন নামব নিজের স্বাভাবিক ব‌্যাটিংটা করব। প্রতিটা মুহূর্ত উপভোগ করব।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যখন টেস্টে ওপেনার হিসাবে নামলাম সবার মতে এটাই হয়তো টেস্টে আমার শেষ সুযোগ ছিল। আমি কিন্তু এমন ভাবিনি। যদি ভাবতাম এটাই আমার শেষ সুযোগ তা হলে এত রান করতে পারতাম না।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement