Advertisement
Advertisement

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই শ্রীলঙ্কার কাছে লজ্জার হার রোহিতদের

কাজে এল না ধাওয়ানের দুর্দান্ত ইনিংস৷

T20I tri series: Sri Lanka beats India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 6, 2018 10:53 pm
  • Updated:September 14, 2019 11:15 am  

ভারত: ১৭৪/৫ (ধাওয়ান-৯০)

শ্রীলঙ্কা: ১৭৫/৫ (পেরেরা-৬৬)

Advertisement

পাঁচ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার ঘরের মাঠ তো কী? ফেভরিট সেই টিম ইন্ডিয়াই৷ রিজার্ভ বেঞ্চ? তাতেও কুছ পরোয়া নহি৷ ফেভরিট সেই টিম ইন্ডিয়াই৷ বিরাট কোহলি-ধোনি বিশ্রামে৷ তাতে কী? রোহিত শর্মা তো আছেন৷ ঠিক জিতিয়ে দেবেন৷ বাইশ গজে লড়াই শুরুর আগে এটাই ছিল ভারতীয় ডেসিংরুমের হাবভাব৷ কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসই যেন কাল হয়ে দাঁড়াল৷ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই মুখ থুবড়ে পড়ল রোহিত অ্যান্ড কোং৷

[আপাতত ক্রিকেট থেকে বিশ্রাম, এভাবেই এখন সময় কাটাচ্ছেন বিরাট-পাণ্ডিয়া!]

শ্রীলঙ্কায় বিরাট কোহলির ভারত পর পর ম্যাচ জিতে নজির গড়েছিল৷ রোহিত শর্মাও সে পথেই এগোতে চেয়েছিলেন৷ কিন্তু হল না৷ আন্ডারডগ হিসেবে নেমে সিরিজের শুরুতেই বাজিমাত করলেন চাণ্ডিমালরা৷ টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তও এদিন দারুণ কাজে লেগে গেলে৷ অনেকেই বলেন, রোহিত শর্মা বড় ম্যাচের ব্যাটসম্যান৷ তবে কি এদিন এই ম্যাচটাকে বিশেষ গুরুত্ব দেননি তিনি? কারণ তাঁর ব্যাট থেকে তো এদিন কোনও রানই এল না৷ তবে এই ম্যাচ থেকে ভারতীয়দের একটাই পাওনা৷ শিখর ধাওয়ানের ৪৯ বলে দুর্দান্ত ৯০ রানের ইনিংস৷ যদিও দল হারায় সেই চোখ ধাঁধানো ইনিংস জলেই গেল৷

[অস্ট্রেলিয়ার কাছে হার, আজলান শাহ কাপে আরও ব্যাকফুটে ভারত]

প্রাক্তন ভারতীয়দের  আবার এদিন বিশেষ নজর ছিল ঋষভ পন্থের দিকে৷ যিনি ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন৷ ফলে সিরিজের প্রথম দিনই যে খুব একটা দাগ কাটতে পারলেন বলা যাবে না৷ ওয়াশিংটন সুন্দর ও চাহাল দুটি করে উইকেট নিয়ে শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারে ধস নামানোর চেষ্টা করেও ব্যর্থ৷ আসলে স্কোরবোর্ডে এত কম রান নিয়ে লড়াই করা বেশ কঠিন৷ এতেকেই দ্বিতীয় দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছেন রবি শাস্ত্রী৷ তার উপর, প্রতিপক্ষকে তুলনামূলক দুর্বল দল ভাবার ভুলটা করে বসেন রোহিত শর্মারা৷ আর সেখানেই যেন বিরাট কোহলির অভাবটা এদিন বেশি করে অনুভূত হল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement