সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় বোর্ড। আর তাতে নিঃসন্দেহে একাধিক বড় চমক রয়েছে। টিমের মেন্টর হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে আসা, বা চার বছর বাদে টি-২০ ক্রিকেটে অশ্বিনের প্রত্যাবর্তন যেমন ভারতীয় সমর্থকদের খুশি করেছে, তেমনই অনেকেই আবার প্রশ্ন তুলছেন যুজবেন্দ্র চাহাল এবং শিখর ধাওয়ানদের বাদ যাওয়া নিয়ে। টিম কম্বিনেশন নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
সদ্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে অধিনায়ক হিসাবে পাঠানো হয়েছিল শিখর ধাওয়ানকে (Sikhar Dhawan)। সেখানে আহামরি পারফরম্যান্স না দেখালেও দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন ধাওয়ান। তাছাড়া আইসিসির (ICC) টুর্নামেন্টে বরাবরই ভাল খেলেন ধাওয়ান। বিশেষ করে নক-আউট রাউন্ডে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি। এ হেন ব্যাটসম্যানকে বাদ দিয়ে দল সাজানো কেন? প্রশ্ন তুলছেন সমর্থকরা। নেটদুনিয়ায় ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে।
#T20WorldCup#MSDhoni as mentor is amazing…
But I think is is worst selection ever…Dhawan and Chahal are amazing player who is missing.
BCCI should not forget that when 5+ team play @SDhawan25 is best. pic.twitter.com/fFyBHpBjH7
— Abhishek Kumar 🇮🇳 (@IndianAbhishek7) September 8, 2021
✔️ Using #Dhoni another way is ok
✔️ selected super young squad is ok
❌ but why not selected #dhawan in squad it is not ok#T20WorldCup | BCCI
Dhawan | MS Dhoni | T20 WC
Chahal | Iyer | Kuldeep
R Ashwin | Deepak Chahar pic.twitter.com/h28JjBnzNS— Jitthu…. (@281_Jitthu) September 8, 2021
এ তো গেল ধাওয়ানের কথা, এবার আসা যাক যুজবেন্দ্র চাহাল প্রসঙ্গে। গত কয়েকবছরে ভারতীয় টি-২০ দলের নিয়মিত সদস্য ছিলেন চাহাল (Yuzvendra Chahal)। শুধু নিয়মিত সদস্য থাকাই নয়, তাঁর ঘূর্ণির জাদুতেই বহু ম্যাচ জিতেছে ভারত। এই মুহূর্তে টি-২০তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। অথচ, টি-২০ বিশ্বকাপে তাঁকেই সুযোগ দেওয়া হয়নি। সমর্থকরা মনে করছেন, চাহালকে বিশ্বকাপে সুযোগ না দিয়ে তাঁকে বঞ্চিত করা হয়েছে। এছাড়াও রয়েছে আরও প্রশ্ন। ১৫ সদস্যের ভারতীয় দলে (Indian Team) উইকেটরক্ষকদের বাদ দিলে বিশেষজ্ঞ ব্যাটসম্যান মোটে ৫ জন। পেসার মাত্র ৩ জন। সেক্ষেত্রে চোট আঘাত বা ক্লান্তি টুর্নামেন্টের শেষের দিকে ভোগাতে পারে ভারতকে।
অনেকে বলছেন, বিশ্বকাপের এই দল নির্বাচন বুঝিয়ে গেল টিমের সব কিছু এখন আর টিম ম্যানেজমেন্টের ইচ্ছে-অনিচ্ছের উপর নির্ভর করে থাকবে না। আসলে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারত আর কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়নি। দুটো বিশ্বকাপের সেমিফাইনালে হার। ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরলে সংখ্যাটা তিন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালে হার। কেউ কেউ বলছিলেন, পরপর আইসিসি ইভেন্টের সেমিফাইনাল, ফাইনালে হার ভাল বিজ্ঞাপন নয়। সম্ভবত সেকারণেই বিরাট কোহলির আপত্তি সত্ত্বেও কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন। আবার অশ্বিনের মতো ক্রিকেটার নাকি সুযোগ পেয়েছেন অধিনায়কের আপত্তি সত্ত্বেও।
#T20WorldCup
There is far better player than Ishan Kishan in team like Shikhar Dhawan and Shreyas Iyer and there should be Yuzi Chahal in place of Varun Chakraborty. pic.twitter.com/zFr7glxrGF— Legends never die 💙 (@thakursumitoo9) September 8, 2021
বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি
স্ট্যান্ড বাই: শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুর, দীপক চাহার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.