Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

হার্দিকের বিকল্প অলরাউন্ডার চান, শিবম দুবেকে বিস্তর বোলিং পরামর্শ দিলেন রোহিত

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্য আইপিএলে মাত্র এক ওভার হাত ঘুরিয়েছেন দুবে।

T20 World Cup 2024: Rohit Sharma trains bowler Shivam Dube ahead of first warm up match aganist Bangladesh

দুবেকে বোলিং নিয়ে পরামর্শ দিয়েছেন হিটম্যান।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 31, 2024 5:39 pm
  • Updated:May 31, 2024 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে মাত্র ছটি বল করেছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। সেই দুবেকে বোলিং পরামর্শ দিচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) কি দুবেকে প্রথম একাদশে দেখতে চাইছেন রোহিত? 
আইপিএল শেষ। ভারতীয় ক্রিকেটারদের ফোকাস টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ টিম ইন্ডিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেই অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

[আরও পড়ুন: বড় চমক ইস্টবেঙ্গলের, আইএসএলের সেরা স্ট্রাইকার ‘দিমি’কে তুলে নিল লাল-হলুদ]

শুক্রবার তিন ঘণ্টার অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই অনুশীলনেই শিবম দুবেকে বোলিং নিয়ে পরামর্শ দিতে দেখা গিয়েছে হিটম্যানকে। কোন লেন্থে বল করতে হবে, কোন ধরনের শট ব্যাটাররা খেলতে পারেন, তা নিয়ে দুবেকে পরামর্শ দিতে দেখা গিয়েছে রোহিতকে। মেগা ইভেন্টের আগে দুবেকে তৈরি করে নিচ্ছেন রোহিত। 

Advertisement

আইপিএলে দুবেকে মাত্র এক ওভার বল করতে দেখা গিয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্য দুবেকে বল হাতে বিশেষ দেখা যায়নি। আসল সময়ে ব্যাট হাতে নামতেন তিনি। কিন্তু বিশ্বকাপে প্রথম একাদশে থাকলে তাঁকে ব্যাটের পাশাপাশি বলও করতে হবে। সেই কারণে রোহিত আলাদা করে পারমর্শ দিয়েছেন দুবেকে। বিশ্বকাপের জন্য হিটম্যান তৈরি করে  নিচ্ছেন তাঁকে। 

[আরও পড়ুন: মাত্র তিন মাসে তৈরি ভারত-পাকিস্তান ম্যাচের স্টেডিয়াম, পিচ দেখে কী মত রোহিতদের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement