Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup 2024

ফাইনালে দেখা যাবে বিরাট ধামাকা, দুঃস্বপ্নের বিশ্বকাপেও কোহলির পাশে রোহিত-দ্রাবিড়

এখনও পর্যন্ত ৭ ইনিংসে ৭৫ রান করেছেন কোহলি। ফাইনালে কি তাঁকে পুরনো ফর্মে দেখা যাবে?

T20 World Cup 2024: Rohit Sharma and Rahul Dravid supports Virat Kohli on his poor Form
Published by: Arpan Das
  • Posted:June 28, 2024 7:20 pm
  • Updated:June 28, 2024 7:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আচমকা ক্রিকেটের দুনিয়া বদলে গেল বিরাট কোহলির (Virat Kohli)। ফ্র্যাঞ্চাইজি লিগে ৭৪১ রান করে তিনি ছিলেন অরেঞ্জ ক্যাপের মালিক। অথচ বিশ্বকাপে এখনও চেনা ফর্মের কিংকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তাতেও তিনি পাশে পাচ্ছেন অধিনায়ক রোহিত (Rohit Sharma) আর কোচ দ্রাবিড়কে (Rahul Drvaid)।

এখনও পর্যন্ত ৭ ইনিংসে ৭৫ রান করেছেন কোহলি। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ৯ বলে ৯ করেন তিনি। ছক্কা মারার পর পরই বোল্ড হয়ে গেলেন। তাহলে কি ফর্ম খুঁজতে বড্ড বেশি তাড়াহুড়ো করছেন? সেই প্রশ্নই ঘুরছে ক্রিকেটমহলে। কিন্তু পরিস্থিতি যতই কঠিন হোক, কোচ-অধিনায়কের বিশ্বাস ফাইনালেই ফর্মে ফিরবেন বিরাট।

Advertisement

[আরও পড়ুন: টেস্টে জোড়া বিশ্বরেকর্ড শেফালি-স্মৃতির, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম দিনে রানের পাহাড়ে ভারতের মেয়েরা]

ম্যাচের পর রোহিত বলে গেলেন, “কোহলি বড়মাপের প্লেয়ার। যে কোনও প্লেয়ারই এরকম পরিস্থিতিতে পড়তে পারে। ওর ক্লাস আর গুরুত্ব সম্পর্কে আমরা ভালোমতোই জানি। ফর্ম কোনও দিনই সমস্যা ছিলও না। ও কোন লক্ষ্যে এগোতে চাইছে, সেটাই আসল। ফাইনালেও ও অবশ্য খেলবে। আর সেদিনের জন্যই বোধহয় বিরাট সবকিছু বাঁচিয়ে রাখছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘কোচ কুয়াদ্রাতের ডাক শুনেই এসেছি’, একান্ত সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলের নয়া তারকা তালাল]

একই মত কোচ দ্রাবিড়েরও। তিনি জানান, “আজও একটা দারুণ ছয় মেরেছে ও। সেখানেই গতি পেতে পারত। কিন্তু বিরাটের দুর্ভাগ্য যে আউটের বলতা একটু বেশি সিম করে গেল। কিন্তু ওর লক্ষ্যটা পরিষ্কার। ও যেভাবে খেলতে চাইছি, সেটা আমার পছন্দসই।” আর ফাইনালে? সেখানে কি জ্বলে উঠবে কোহলির ব্যাট? অধিনায়কের মতো আশাবাদী কোচও। তিনি বলেন, “আগে থেকে কিছু বলতে চাই না। তবে ফাইনালে বড় কিছু আসছে। মাঠে বিরাট যেভাবে সর্বস্ব দিয়ে খেলে, সেটা ওর প্রাপ্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ