Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup 2024

‘বুমরাহকে পরামর্শ দেওয়ার সাহস কেউ দেখায় না’, সাজঘরের কথা ফাঁস অক্ষরের

কেন বুমরাহকে কেউ পরামর্শ দেন না?

T20 World Cup 2024: India's bowling coach doesn't like to give Jasprit Bumrah much input, says Axar Patel

জশপ্রীত বুমরাহ।

Published by: Krishanu Mazumder
  • Posted:June 21, 2024 1:40 pm
  • Updated:June 21, 2024 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। আফগানিস্তানের বিরুদ্ধে চার ওভার হাত ঘুরিয়ে সাত রানের বিনিময়ে তিন-তিনটি উইকেট নেন বুমরাহ। ভারতের বোলিং কোচ পরস মাম্বরে পর্যন্ত ভারতের তারকা পেসারকে পরামর্শ দিতে চান না। কারণ তাঁকে পরামর্শ দিলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই বুমরাহ যেভাবে এগোচ্ছেন, যেভাবে খেলছেন, ঠিক সেই ভাবেই তাঁকে খেলতে দিতে চাইছে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। 

[আরও পড়ুন: জয় দিয়ে কোপা শুরু বিশ্বজয়ীদের, মেসির নজির গড়া ম্যাচে কানাডাকে হারাল আর্জেন্টিনা

সুপার এইটের লড়াইয়ে (T20 World Cup 2024) আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার পরে অক্ষর প্যাটেল সাঝঘরের কথা ফাঁস করেছেন। ভারতের তারকা স্পিনার বলছেন, ”বুমরাহর বোলিং নিয়ে সেভাবে কেউ কথা বলে না। কী করতে হবে, কী করতে হবে না, তা বুমরাহর জানা। যখন সব ঠিকঠাক চলছে, তখন বোলিং কোচেরও কিছু পরামর্শ দেওয়া উচিত নয়। কারণ এতে বিভ্রান্তি ছড়াতে পারে। বোলিং কোচ কেবল বুমরাহকে বলেন, তুমি যা করছ, ঠিকই করছ, এভাবেই চালিয়ে যাও। আমি যেটুকু দেখেছি বোলিং কোচ বুমরাহর ব্যাপার নিয়ে বেশি হস্তক্ষেপ করেন না। পরিকল্পনা করার সময়ে বোলিং কোচ বলেন, তোমার পরিকল্পনা রূপায়ণ করার চেষ্টা করো তাহলেই হবে।”
বার্বাডোজের বাইশ গজে কাটার ও স্লোয়ার প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে বলে মনে করেছেন বুমরাহ। স্লোয়ার ডেলিভারিতে প্রথম উইকেটটি তুলে নেন বুমরাহ। তার পরে খেলা যত গড়িয়েছে ভারতের তারকা বোলারকে ততটাই ভয়ংকর দেখিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য নকআউট, চোট অগ্রাহ্য করেই আজ নেদারল্যান্ডসের সামনে ‘মাস্কম্যান’ এমবাপে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement