Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup 2024

ভারতের জার্সিতে খেলেছেন বিশ্বকাপ, পাকিস্তানকে হারিয়ে সুপারস্টার মার্কিন সৌরভ

কে এল রাহুল, ময়ঙ্ক আগারওয়ালের সতীর্থ ছিলেন সৌরভ।

T20 World Cup 2024: Indian origin pacer of USA bowled brilliantly to defeat Pakistan

ছবি: সংগৃহীত।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 7, 2024 11:53 am
  • Updated:June 7, 2024 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন বিশ্বকাপ। একটা সময়ে ক্রিকেট ছেড়ে চাকরিতেই মন দিয়েছিলেন। কিন্তু ব্যাট-বল থেকে দূরে থাকতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তানকে হারিয়ে দেওয়ার নায়ক হিসাবে উঠে এসেছেন ক্রিকেটমহলের চর্চায়।

বৃহস্পতিবার বড়সড় অঘটনের সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া। প্রথমবার বিশ্বকাপ (T20 World Cup 2024) খেলতে নামা আমেরিকার কাছে ধরাশায়ী হয়েছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ যায় সুপার ওভারে। প্রথমে ব্যাট করে ১৮ রান তোলে আমেরিকা। সেই রান ডিফেন্ড করার জন্য বাঁহাতি পেসারের হাতে বল তুলে দেন অধিনায়ক। ৬বলের পরেই ইতিহাস। সুপার ওভারে পাকিস্তানকে মাত্র ১৩ রানে আটকে দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা বোলার।

Advertisement

[আরও পড়ুন: ‘গোটা দলটাই অবসর নিক’, ভারতীয় আমেরিকানদের কাছে হারতেই কটাক্ষের মুখে পাকিস্তান

কে এই বাঁহাতি পেসার? ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন সৌরভ নেত্রাভালকর (Saurabh Netravalkar)। এই দলেই ছিলেন কে এল রাহুল, ময়ঙ্ক আগারওয়ালের মতো তারাকারা। মুম্বইয়ের প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ পরিচিত নাম সৌরভ। কিন্তু যথেষ্ট সুযোগ না পেয়ে হতাশায় ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন। আমেরিকায় পাড়ি দিয়ে পড়াশোনাতেই মন দেন। কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করার পর আমেরিকার বিখ্যাত সংস্থা ওরাকেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন।

তবে আমেরিকায় গিয়ে আবার ক্রিকেট খেলা শুরু করেন সৌরভ। চাকরির পাশাপাশিই পেশাদার ক্রিকেট চালিয়ে যান। দীর্ঘ অধ্যাবসায়ের পরে ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ম্যাচের যেকোনোও সময়ে বল হাতে দলকে জেতানোর ক্ষমতা থাকা সৌরভ জাতীয় দলের অধিনায়কও হয়েছিলেন। তবে ক্রিকেটমহলের নজরে পড়েছেন বৃহস্পতিবারের পর। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন। তার পর সুপার ওভারেও দলকে জিতিয়েছেন। ভারতীয়ের বোলিংয়ে পাকিস্তানের আত্মসমর্পণ- এই বিষয়টি চলছে জোর চর্চা।

[আরও পড়ুন: মানহানির মামলায় স্বস্তি, জামিন পেলেন রাহুল গান্ধী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub