Advertisement
Advertisement
T20 World Cup 2024

৬ মাসের ‘যন্ত্রণা’ ভুলে নীরবতা ভাঙলেন হার্দিক, বিশ্বজয়ের স্বাদ পেয়ে বাঁধনহারা বুমরাহ-অক্ষররা

আজকের দলে একমাত্র বিরাট আর রোহিতই পেয়েছেন বিশ্বজয়ের স্বাদ। বাকিরা প্রথমবার ছুঁয়ে দেখলেন বিশ্বকাপ ট্রফি।

T20 World Cup 2024: Indian Cricket Team celebrates win

ছবি: দেবাশিস সেন।

Published by: Arpan Das
  • Posted:June 30, 2024 1:17 am
  • Updated:June 30, 2024 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছর ফের বিশ্বজয়ের স্বাদ। ২০১১-য় বিশ্বকাপ জয় করেছিল ধোনির ভারত। টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৭ সালে। তার পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। আজকের দলে একমাত্র বিরাট আর রোহিতই পেয়েছেন বিশ্বজয়ের স্বাদ। বাকি সকলেই নতুন। প্রথমবার ছুঁয়ে দেখলেন বিশ্বকাপ ট্রফি।

প্রথমেই বলতে হয় জশপ্রীত বুমরাহর কথা। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি। জানিয়ে গেলেন, “আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেছি। এভাবেই আমরা ক্রিকেট খেলি। আমার স্ত্রী সন্তান এখানে। যেন মনে হচ্ছে চাঁদের উপরে আছি। এই দিনটার জন্য বহু পরিশ্রম করেছি। ফাইনালের বিশেষ দিনে সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। আর গোটা টুর্নামেন্টের নিজেকে শান্ত রেখেছি। এখনই তো আবেগ প্রকাশের সময়। আমার কাজ আপাতত শেষ।”

Advertisement

[আরও পড়ুন: ‘৩-৪ বছরের পরিশ্রমের ফসল’, বিশ্বজয়ের পর দলের মানসিকতাকে কৃতিত্ব আবেগঘন রোহিতের]

আর হার্দিক? তাঁকে তো কম যন্ত্রণা সহ্য করতে হয়নি গত কয়েক মাসে। গত বছরের বিশ্বকাপে চোট পেয়ে বাইরে। আইপিএলে ক্রমাগত আক্রমণ। ব্যক্তিগত জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ। বিশ্বজয়ের পর ফোনে কাকে ভিডিওকল করলেন তিনি? সেই জল্পনার মধ্যেও জানিয়ে গেলেন, “আমি আবেগে ভেসে যাচ্ছি। কোনও কিছুই ঠিক হচ্ছিল না এতদিন। কিন্তু এটাই তো গোটা দেশ চেয়েছিল। গত ছমাস যেরকম গিয়েছে, তাতে আমি একটাও কথা বলিনি। আমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু আমি জানতাম, সফল হবই। এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। আর সেই জন্যই আজকের দিনতা এত স্পেশাল।”

আগের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে নায়ক হয়েছিলেন অক্ষর প্যাটেল। এদিন অবশ্য বল হাতে সফল হলেন না। তবুও যুদ্ধজয়ের আনন্দ নিয়ে তাঁর বক্তব্য, “আমি কখনই ভাবিনি এটা ফাইনাল। শুধু নিজের খেলাটা খেলে গিয়েছি। রোহিত অসাধারণভাবে ভারতকে নেতৃত্ব দিয়েছে। সর্ব দিয়েছে মাঠে। আমরা এনজয় করেই সেরাটা দিয়েছি। প্রথমে ভেবেছিলাম, আজ হয়তো পরে নামতে হবে। কিন্তু তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার আমাকেই দায়িত্ব নিতে হল। সেটাই আমার প্রাপ্তি।”

[আরও পড়ুন: রুদ্ধশ্বাস মুহূর্তে অবিস্মরণীয় ক্যাচ, তিরাশির কপিলের স্মৃতি ফেরালেন সূর্য]

বিশ্বকাপে (T20 World Cup 2024) সেভাবে সুযোগ পাননি মহম্মদ সিরাজ। তাঁর মুখে শোনা গেল বুমরাহর প্রশংসা। জানালেন, “গেমচেঞ্জার অবশ্যই বুমরাহ। এটা অসাধারণ অনুভূতি। গত বছর বিশ্বকাপ হারতে হয়েছিল। কিন্তু আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। নিজেকে ভাগ্যবান বলতে হয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement