Advertisement
Advertisement
Axar Patel

‘একশো বছর পরেও ইংরেজদের ভয় দেখাচ্ছেন’, ভারত জিততেই ‘বাপু’ অক্ষরকে নিয়ে মিমের বন্যা

২৩ রানে ৩ উইকেট তুলে ম্যাচের সেরা অক্ষর প্যাটেল।

T20 World Cup 2024: Axar Patel Bapu memes flooded internet after India win vs England
Published by: Arpan Das
  • Posted:June 28, 2024 3:02 pm
  • Updated:June 28, 2024 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে রোহিতরা। ব্যাটে যেমন রোহিত-সূর্যরা ফুল ফুটিয়েছেন, তেমনই স্পিন জাদুতে বাটলারদের বন্দি করে দিয়েছেন অক্ষর-কুলদীপরা। আর তার পরই সোশাল মিডিয়ায় মিমের বন্যা অক্ষর প্যাটেলকে (Axar Patel) নিয়ে।

ম্যাচের সেরাও হয়েছেন তিনি। ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট। জস বাটলার, মইন আলি আর জনি বেয়ারস্টোকে তুলে নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘বাপু’। অক্ষরের ডাকনামের সঙ্গে মহাত্মা গান্ধীর নামের মিল দিয়েই ভাইরাল হয়ে গিয়েছে অসংখ্য মিম। কোথাও গান্ধীজির ছবিতে তাঁর মুখ বসানো। কোথাও বা টাকাতে অক্ষর প্যাটেলের মুখ।

Advertisement

[আরও পড়ুন: কোপা যুদ্ধে সামনে প্যারাগুয়ে, ব্যর্থতা ভুলে সাম্বার ছন্দে ফিরতে চাইছে ব্রাজিল]

যা দেখে প্রবল হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। স্বাধীনতা লড়াইয়ের প্রসঙ্গ এনে একজন লিখছেন, “বাপু আবারও ইংল্যান্ডকে ধাক্কা দিয়েছেন।” তাঁর স্পিনের সামনে ধ্বংস হয়ে যায় ইংরেজদের বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন। যা নিয়ে অনেকের মন্তব্য, “বাপুকে এতটা হিংস্র হতে দেখে ইংল্যান্ড অবাক হয়ে গিয়েছে।” আবার কেউ লিখেছেন, “একশো বছর পরেও বাপু ইংরেজদের দুঃস্বপ্ন দেখাচ্ছেন।” এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপ ধারাভাষ্যের একটি হ্যান্ডেল থেকেও গা ভাসিয়েছে ‘বাপু’ মিমের জোয়ারে।

আর অক্ষর নিজেও জানতেন ম্যাচ তাঁদের পকেটে। প্রথম ইনিংসের পরেই সেটা বুঝে গিয়েছিলেন। তিনি বলেন, “আমরা জানতাম, ১৭০ রানকে ডিফেন্ড করা সহজ হবে। এটা যথেষ্ট ভালো রান। রোহিত শর্মাও জানায়, এখানে বড় শট খেলা খুব কঠিন। কারণ বল ঘুরছে। ফলে ১৫০-১৬০ রানই ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিলও।” আর সেটাই সত্যি হল। ‘বাপু’-র বলে বিশ্বকাপ ছেড়ে বিদায় ইংল্যান্ডের।

[আরও পড়ুন: ‘অতঃপর ভারতই জিতল’, জটিল অঙ্ক কষে ভনকে কটাক্ষ অশ্বিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement