Advertisement
Advertisement
T20 World Cup 2024

মিলছে না হালাল মাংস! বিশ্বকাপে ব্যাট-বলের সঙ্গে হাতা-খুন্তিও তুলতে হচ্ছে রশিদ খানদের

টানা ক্রীড়াসূচির মধ্যে ট্রেনিংয়ের পর্যাপ্ত সময়ও পাচ্ছেন না আফগানিস্তানের ক্রিকেটাররা।

T20 World Cup 2024 Afghanistan players cooked their own meals in Barbados
Published by: Arpan Das
  • Posted:June 22, 2024 2:33 pm
  • Updated:June 22, 2024 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে হেরে ধাক্কা খেয়েছে আফগানিস্থানের (Afghanistan Cricket Team) সেমিফাইনালে ওঠার স্বপ্ন। রবিবার অস্ট্রেলিয়াকে হারাতেই হবে তাদের। কিন্তু তার আগে সমস্যায় পড়েছেন রশিদ খানরা। তবে ক্রিকেট মাঠে নয়, তাঁদের সমস্যা খাবার নিয়ে।

ক্যারিবিয়ান দ্বীপের বার্বাডোজে গিয়ে হালাল মাংস পাচ্ছেন না তাঁরা। তাই বাধ্য হয়ে ব্যাট-বলের পাশাপাশি হাতা-খুন্তিও তুলে নিতে হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটারদের। এর আগে সেন্ট লুসিয়াতে ছিলেন রশিদরা। সেখানে এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়নি। কিন্তু বার্বাডোজে এসেই বিপাকে পড়েছেন তারা।

Advertisement

[আরও পড়ুন: পেটের টানে সাহারা পেরিয়ে ঘানা থেকে স্পেন! মায়ের জীবনসংগ্রামই অনুপ্রেরণা নিকোর]

এই বিষয়ে এক আফগান ক্রিকেটার বলেন, “আমাদের হোটেলে হালাল মাংস পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে আমাদের নিজেদেরই রান্না করে নিতে হচ্ছে। নয়তো বাইরে গিয়ে খেতে হচ্ছে। ভারতে গত বিশ্বকাপে সমস্ত বন্দোবস্ত খুব ভালো ছিল। কিন্তু হালাল গোমাংস পেতে এখানে সমস্যায় পড়তে হচ্ছে।”

[আরও পড়ুন: শীর্ষে থেকেও স্বস্তিতে নেই দক্ষিণ আফ্রিকা, কোন অঙ্কে সেমিতে যেতে পারে গ্রুপের বাকি তিন দল]

সেই সঙ্গে তাঁর সংযোজন, “সেন্ট লুসিয়াতে এই সমস্যা হয়নি। কিন্তু এখানে এক বন্ধু আপাতত সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে। নিজেরাই রান্না করে নিচ্ছি।” তবে শুধু খাবার নয়, বাকি ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রয়েছে তাঁদের। বিশেষ করে টানা ক্রীড়াসূচির মধ্যে বিমান ধরা ও ট্রেনিংয়ের পর্যাপ্ত সময় পাচ্ছেন না। পুরোটাই তাঁদের জানানো হচ্ছে শেষ মুহূর্তে। এই সমস্যা নিয়েই বিশ্বকাপে (T20 World Cup 2024) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে নামবেন মহম্মদ নবিরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement