Advertisement
Advertisement
T-20 World Cup

টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড শাকিবের, তবুও জিততে পারল না বাংলাদেশ

কী রেকর্ড গড়লেন বাংলাদেশের অলরাউন্ডার?

T20 World Cup 2021: Bangladesh star Shakib Al Hasan creates history in T20I | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 18, 2021 10:59 am
  • Updated:October 18, 2021 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়ালিফাইয়িং রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হল টি-২০ বিশ্বকাপ (ICC T-20 World Cup)। প্রথম দিনই বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের (Bangladesh) অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। কিন্তু তাঁর বিশ্বরেকর্ডের দিনই অঘটনও ঘটল। কোয়ালিফায়ারের হাড্ডাহাড্ডি ম্যাচে শাকিবের দেশকে ৬ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। অর্থাৎ অনন্য রেকর্ডের দিনই একরাশ হতাশা শাকিবের জন্য।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড ৯ উইকেটে ১৪০ রান তোলে। সেটা অবশ্য সম্ভব হত না যদি মিডল অর্ডারে নেমে ক্রিস গ্রিয়েভস ২৮ বলে ৪৫ রানের ইনিংসটা না খেলতেন। এছাড়া মার্ক ওয়াট ১৭ বলে ২২ করেন। শাকিব নেন দু’ উইকেট। আর সেই সঙ্গেই টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য বিশ্বরেকর্ডও গড়লেন। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-২০-তে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন তিনি। মালিঙ্গা ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়েছিলেন। এদিন দুটো উইকেট নেওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শাকিবের উইকেট সংখ্যা দাঁড়াল ১০৮।

Advertisement

 

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলকে তাতাতে বিশেষ বার্তা সুরেশ রায়নার]

তবে শাকিবের এই বিশ্বরেকর্ডের দিনেও তাঁর টিম হারল। এদিন রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস (৫) আর সৌম‌্য সরকার (৫) ব‌্যর্থ। বড় রান পাননি শাকিবও (২০)। শেষদিকে অধিনায়ক মাহমুদুল্লাহে (২২) চেষ্টা করছিলেন। কিন্তু লাভ কিছুই হয়নি। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি। স্কটল‌্যান্ডের হয়ে তিনটে উইকেট নেন ব্র্যাডলি হুয়েল।

কোয়ালিফাইয়িং রাউন্ডে বাংলাদেশের পরের ম‌্যাচ ওমানের বিরুদ্ধে। যাঁরা কিনা আবার নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারিয়েছে। প্রথমে ব্যাটিং করে পাপুয়া নিউগিনি ৯ উইকেটে ১২৯ রান করে। জবাবে মাত্র ১৩.৪ ওভারেই সেই রান তুলে নেয় ওমান।

[আরও পড়ুন: জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement