Advertisement
Advertisement
Cricket

‌উমেশের জায়গায় শেষ ২ টেস্টে সুযোগ নটরাজনের, দলে ফিরেই সহ-অধিনায়ক হলেন রোহিত

এদিকে দেশে ফিরেই পিতৃত্বের স্বাদ পেলেন উমেশ যাদব।

T Natarajan to replace Umesh Yadav in India’s Test squad | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 1, 2021 3:59 pm
  • Updated:January 1, 2021 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ প্রত্যাশামতোই ভারতীয় টেস্ট দলে চোটগ্রস্ত উমেশ যাদবের (Umesh Yadav) জায়গায় সুযোগ পেলেন টি নটরাজন (T Natarajan)। বছরের প্রথম দিনে BCCI-এর পক্ষ থেকে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে শেষ দু’‌টি টেস্টের জন্য দল ঘোষণা করা হল। আর সেই দলেই উমেশের জায়গায় সুযোগ পেলেন তামিলনাড়ুর এই পেসার। এদিকে, দলে এ চমকও রয়েছে। চোট সারিয়ে সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া রোহিত শর্মাকে (Rohit Sharma) শেষ দু’‌টি টেস্টের জন্য সহ–অধিনায়ক নির্বাচিত করা হল। দ্বিতীয় টেস্টে যদিও টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু তাঁর জায়গায় রোহিতকে এবার দায়িত্ব দেওয়া হল।

অ্যাডিলেড টেস্টে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আসেন মহম্মদ সিরাজ। এরপর মেলবোর্নে আবার শুরুতেই চোটগ্রস্ত হয়ে পড়েন উমেশ। টিমের অন্দরে তারপর থেকেই সিডনি টেস্টে (Sydney) নটরাজনকে খেলানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। দলে নবদীপ, শার্দুল থাকলেও অনেকেই নটরাজনকে দলে নেওয়ার পক্ষে সওয়াল করেন। কারণ, সীমিত ওভারের খেলায় যেমন নজর কেড়েছেন তিনি, তেমনই তাঁর সংযোজন দলের বোলিং লাইন আপে বৈচিত্রও আনবে। এদিনের দল ঘোষণার পরও বিশেষজ্ঞরা মনে করছেন, সিডনি টেস্টে শার্দুল বা নবদীপের থেকে প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে এগিয়ে নটরাজনই।

Advertisement

[আরও পড়ুন: করোনা আবহেই বিদেশি মডেলদের নিয়ে পার্টির পরিকল্পনা! বিপাকে নেইমার]

তবে এদিনের বিবৃতিতে দলের সহ-অধিনায়ক করা হল রোহিতকে। আইপিএলের পরই চোট পাওয়া রোহিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করেন। তারপরই উড়ে যান অস্ট্রেলিয়ায়। কোয়ারেন্টাইন কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনেও নেমেছেন। তারপরই বোর্ডের তরফ থেকে এই ঘোষণা। অর্থাৎ পরের টেস্টেই প্রথম একাদশে ঢুকছেন ‘‌হিটম্যান’‌। সেক্ষেত্রে বসানো হতে পারে মায়াঙ্ক আগরওয়ালকে। এমনটাই খবর টিম ম্যানেজমেন্ট সূত্রে।

এদিকে, দেশে ফিরে আপাতত NCA–তে রিহ্যাব করছেন মহম্মদ শামি এবং উমেশ যাদব। তবে এসবের মধ্যেই সুখবরও রয়েছে উমেশের জন্য। বছরের প্রথম দিনেই বাবা হলেন এই ভারতীয় পেসার। ফুটফুটে এক কন্যাসন্তান হয়েছে উমেশের। টিম ইন্ডিয়ার তরফ থেকে তাঁকে শুভেচ্ছাও জানানো হয়েছে।

 

[আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে সিরাজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়েও ধর্ম টানলেন আখতার! শুরু বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement