সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট প্রথম একাদশ নয়। বিশ্বকাপে সব ক্রিকেটারকেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করবে ভারত। প্রতি ম্যাচেই বদলাতে পারে প্রথম একাদশ। যদিও দলের কোর গ্রুপ অর্থাৎ ৮-৯ জন ক্রিকেটার একই থাকবেন। ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বলে দিলেন, পরিস্থিতি বুঝে দল নামাবে ম্যানেজমেন্ট।
২০২১ বিশ্বকাপ (ICC T-20 World Cup) থেকে চলতি বিশ্বকাপ পর্যন্ত ভারতের সেরা প্রথম একাদশ নিয়ে বিস্তর পরীক্ষানিরীক্ষা হয়েছে। বহু তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। অথচ শেষমেশ কমবেশি গত বিশ্বকাপের প্রথম একাদশ নিয়েই বিশ্বকাপে নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। তবে বদলেছে অধিনায়ক। দু-একজন নতুন ক্রিকেটারও এসেছেন। অধিনায়ক রোহিত বলছেন, সেসময়ে দলের সেরা একাদশ সম্পর্কে ভারতের তেমন ধারণা ছিল না। এখন তাঁর হাতে প্রচুর তথ্য। তাই প্রথম একাদশ বাছতে তেমন সমস্যা হবে না।
টিম ইন্ডিয়ার অধিনায়ক বলছেন,”একটা সময় ছিল আমরা জানতাম না টি-২০ বিশ্বকাপ কারা খেলবে। সেসময় নিজেদের মতো ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে। যে যখন ভাল ফর্মে থেকেছে, তখন তাঁকে দলে নেওয়া হয়েছে।” রোহিতের বক্তব্য, “এখন পরিস্থিতি বদলেছে। এখন আমার হাতে অনেক তথ্য আছে। তাই দল নির্বাচন নিয়ে একগুঁয়েমিতে আমি বিশ্বাস করি না। প্রতি ম্যাচেই দু-একজন ক্রিকেটার বদল হতেই পারে।” এখানেই প্রশ্ন উঠছে, বিশ্বকাপের আগে দলে পরীক্ষানিরীক্ষা করা নিয়ে যে এত কথা হল, বিশ্বকাপেও কি সেটাই করতে চাইছেন রোহিতরা?
ভারত অধিনায়ক অবশ্য অনেক আগেই জানিয়েছেন, পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ তিনি ঠিক করে ফেলেছেন। পাকিস্তান (Pakistan) ম্যাচে যারা যারা খেলবেন, তাঁদের নাকি তিনি জানিয়েও দিয়েছেন। তবে, রোহিত চাইছেন একটা একটা করে ম্যাচ নিয়ে ভাবতে। প্রতিটি ম্যাচের জন্য আলাদা আলাদা রণকৌশল তৈরি করতে চান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.