Advertisement
Advertisement

T-20 World Cup: ‘কেউ কোহলির পক্ষে, কেউ বিপক্ষে’, ভারতীয় দলে ভাঙনের কথা ফাঁস করলেন শোয়েব

প্রাক্তন পাক পেসারের জোরাল দাবি।

T-20 World Cup: Former Pak Cricketer Shoaib Akhtar said, there may be 'two camps' within Indian cricket team| Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 2, 2021 5:13 pm
  • Updated:November 2, 2021 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরুশহরে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারতের হতশ্রী পারফরম্যান্সের কারণ খুঁজতে গিয়ে অনেকেই মনে করেছিলেন ভারতীয় দলে ভাঙন ধরেছে।

ওয়াঘার ওপার থেকে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারও (Shoaib Akhtar) সেই একই ইঙ্গিত দিলেন। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ” ভারতীয় দলের মধ্যে দুটো ক্যাম্প তৈরি হয়েছে। একটা দল কোহলির পক্ষে, অন্য দল আবার কোহলির বিরুদ্ধে।” যদিও শোয়েব ভারত অধিনায়ককে সম্মান জানাতে বলেছেন। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, ”কোহলি গ্রেট ক্রিকেটার। দুটো ম্যাচে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে না পারলেও ওকে সম্মান করা উচিত।”

Advertisement

[আরও পড়ুন: ICC T-20 World Cup 2021: কোহলির ৯ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি, অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে সরব মহিলা কমিশন]

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারত হার মানে। দ্বিতীয় ম্যাচে কিউয়িদের কাছে হারতে হয় ভারতকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং স্লট থেকে সরিয়ে তিন নম্বরে পাঠানো হয় রোহিত শর্মাকে। চারে নেমে যান বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন নিয়ে স্থির থাকতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তিনি বলেই ফেলেছিলেন,”রোহিতকে তিনে পাঠিয়ে বার্তা দেওয়া হল, বোল্টকে সামলানোর ক্ষমতা নেই ওর।”

শোয়েব স্বয়ং ভারতের হার দেখে হতাশ। গতকালই কোহলিদের পরামর্শ দিয়ে তিনি বলেছিলেন, ”ইনস্টাগ্রাম নাকি মাঠে নেমে ক্রিকেট খেলবে সেটা তোমরা স্থির করো।” ভারতের হার দেখে শোয়েব একপ্রকার নিশ্চিত সাজঘরে দুটো শিবিরে ভেঙে গিয়েছে ভারতীয় দল। একদল কোহলির সঙ্গে, অন্য দল কোহলির বিরুদ্ধে। অবশ্য এ যুক্তি নতুন কিছু নয়।

২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপের সময়েও একই রকম গল্প ছড়িয়েছিল। তখন বলা হয়েছিল, কোহলি ও রোহিত শর্মার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত রয়েছে। এবারের বিশ্বকাপে ভারতের খেলা দেখে শোয়েব বলছেন, ”ভারতীয় দল সম্পূর্ণ দ্বিধাবিভক্ত। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কেন এমন হচ্ছে তা আমার জানা নেই। হতে পারে কোহলির ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য। হতে পারে অন্য কোনও কারণ।”

ট্রেন্ট বোল্ট, উইলিয়ামসনদের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখার পরে শোয়েব আরও বলেছেন, ”নিউজিল্যান্ডের বিরুদ্ধে অত্যন্ত বিশ্রী খেলেছে ভারত। ওদের মানসিকতাও ঠিক ছিল না। নতুন কোনও পরিকল্পনা নিতে দেখা যায়নি ভারতকে। খারাপ খেললে তো সমালোচনা সহ্য করতেই হবে।” 

[আরও পড়ুন: আগামী বছর আইপিএলে চেন্নাই জার্সিতে খেলতে চান না ধোনি! নিজেই দিলেন ইঙ্গিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement