Advertisement
Advertisement
T-20 WC 2021

T-20 World Cup: আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগেই রহস্যমৃত্যু পিচ কিউরেটরের

কিউয়িবাহিনী আফগানদের হারাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত।

T-20 WC 2021: Abu Dhabi chief curator Mohan Singh died ahead of Afghanistan-New Zealand match | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 7, 2021 6:47 pm
  • Updated:November 7, 2021 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান। দুই দেশ মাঠে নামার আগেই  খবর এল স্টেডিয়ামের চিফ কিউরেটর মোহন সিংয়ের (Mohan Singh) মৃত্য হয়েছে। যদিও কী কারণে তাঁর মৃত্যু ঘটেছে, তা এখনও জানা যায়নি। 

সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আজই মৃত্যু হয়েছে মোহন সিংয়ের। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা। পরের দিকে এই মৃত্যুর ব্যাপারে খোঁজখবর করা হবে আমিরশাহী ক্রিকেট বোর্ডের তরফে। আরও একটি সূত্রের খবর, তিনি আত্মহত্যা করেছেন। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের পাঁচ ম্যাচেই হার, ভয়ে বাংলাদেশে ফিরছেন না মহমদুল্লারা]

মোহন সিং নামকরা পিচ কিউরেটর দলজিৎ সিংয়ের পরিচিত। বিসিসিআইয়ের পিচ কিউরেটর দলজিতের সঙ্গে একযোগে কাজও করেছেন মোহন সিং। তাঁর প্রয়াণের খবরে দলজিৎ বলেন, ”আমার সঙ্গে যখন মোহন সিংয়ের দেখা হয়েছিল, তখন ও খুবই ছোট ছিল। খুবই পরিশ্রমী ছেলে।” গারোয়ালের ছেলে মোহন। সংযুুক্ত আরব আমিরশাহীতে চলে যাওয়ার পরে দলজিতের সঙ্গে যোগাযোগ খুবই কম হত। দেশে ফিরলে মোহন সিং দেখাসাক্ষাৎ করতেন বর্ষীয়ান পিচ কিউরেটরের সঙ্গে। অনুজ মোহনের মৃত্যুতে শোকাহত দলজিৎ। 

আফগানিস্তান (Afghanistan) ও নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের উপরে নির্ভর করে ছিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) বাঁচা-মরা। কিউয়িবাহিনী আফগানদের হারাতেই ভারত সরকারি ভাবে বিদায় নেয়। ফলে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ কেবল নিয়মরক্ষার। বিরাট কোহলিরা অবশ্য শেষ ম্যাচ জিতে আমিরশাহী ছাড়তে চাইবেন। এবারের টুর্নামেন্টের শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম দুটো ম্যাচেই অসহায় ভাবে আত্মসমর্পণ করেছেন কোহলিরা। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পরে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা জাগিয়েছিল ভারত। কিন্তু আফগানিস্তানের জয়ের মুখাপেক্ষী হয়ে বসে থেকে শেষমেশ খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতকে। 

[আরও পড়ুন: ‘নোংরামি বন্ধ হোক’, ম্যাচ গড়াপেটার অভিযোগ তোলা পাক সমর্থকদের তোপ হরভজনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement