স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ (ICC World Cup) ফাইনালে হারের ক্ষত এখনও টাটকা। সেই ধাক্কা সামলে ফের ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে গোটা দেশের। টি-টোয়েন্টি সিরিজে অজিদের ধরাশায়ী করে সেই হারের জ্বালা কিছুটা কমাতে মরিয়া ভারতীয় দল।
রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুল-সহ (KL Rahul) বিশ্বকাপে খেলা একঝাঁক তারকা থাকছেন না টি-টোয়েন্টি সিরিজে। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও টি-টোয়েন্টি সিরিজে যেন ‘ভাঙা হাট’। প্যাট কামিন্স নন, অজিদের নেতৃত্বে ম্যাথু ওয়েড। বিশ্রামে ওয়ার্নার, স্টার্ক, হ্যাজেলউডরা। ভারতীয় দলেও বদলের হাওয়া। চোটের কারণে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নেই। বদলে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সাংবাদিক সম্মেলনে সূর্য বলেন, “বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি এত দ্রুত মোছার নয়। কিন্তু অন্ধকার টানেলের শেষে যেমন আলো রয়েছে। তেমনি নতুন দিনে নতুন লক্ষ্যে আমাদের ঝাঁপাতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকেও সেই নজরে দেখছি।” দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সূর্য অনুসরণ করতে চান রোহিত শর্মাকে। ‘স্কাই’ বলেছেন, “রোহিত ভাই আমাদের কাছে দৃষ্টান্ত। টিম মিটিংয়ে রোহিত ভাই যা বলত, সেটাই মাঠে করার চেষ্টা করত। আশা করব, সেই চিন্তাধারার প্রতিফলন আমরা টি-টোয়েন্টি সিরিজে তুলে ধরতে পারব।”
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজের অবশ্য ভিন্ন তাৎপর্য রয়েছে ভারতীয় দলের জন্য। সামনের বছর জুন-জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার ‘রোড ম্যাপে’র সূচনা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। বিশ্বকাপে ব্যর্থ হলেও স্বচ্ছন্দের টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটাই দেখার। পাশাপাশি নজর থাকবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা রিঙ্ক সিং, যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার, রুতুরাজ গায়কোয়াড়দের দিকেও।
কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভবিষ্যতে ভারতীয় দলের দায়িত্বে থাকবেন কি না তা নিয়ে অনেকে সংশয়ে। টি-টোয়েন্টি সিরিজে দলের ব্যাটন থাকছে অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্ণণের হাতে। অধিনায়ক সূর্যকুমারও বলে গেলেন, “২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্য ভাবনায় রয়েছে। সামনে ম্যাচগুলো তাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে।” সব মিলিয়ে এক নতুন বাঁকে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। যার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রতিশোধের এক পূর্বসূত্র। শুরুটা জয় দিয়ে হয় কি না সেটাই দেখার।
আজ টিভিতে
ভারত বনাম অস্ট্রেলিয়া
প্রথম টি-টোয়েন্টি, সন্ধে ৭.০০
বিশাখাপত্তনম, স্পোর্টস ১৮-এ
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.