Advertisement
Advertisement
Syed Mushtaq Ali Trophy

শাহবাজের লড়াইয়ে হল না শেষরক্ষা, পাণ্ডিয়াদের কাছে হেরে মুস্তাক আলি থেকে বিদায় বাংলার

ব্যাটিং ব্যর্থতায় বরোদার বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বাংলা।

Syed Mushtaq Ali Trophy: Bengal lost to Baroda and eliminated from Quarter Final

ছবি: বিসিসিআই ভিডিও।

Published by: Arpan Das
  • Posted:December 11, 2024 4:06 pm
  • Updated:December 11, 2024 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে স্বপ্নভঙ্গ বাংলার। বরোদার কাছে ৪১ রানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সুদীপ কুমার ঘরামিরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে মুখ থুবড়ে পড়লেন তাঁরা। শাহবাজ আহমেদ কিছুটা লড়াই চালালেও সেটা যথেষ্ট ছিল না।

বরোদা যে কঠিন প্রতিপক্ষ সেই নিয়ে সংশয়ের জায়গা নেই। এবার সৈয়দ মুস্তাক আলিতে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল তারা। দলে হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়ার মতো তারকারা আছেন। কিন্তু গ্রুপ পর্বে ও প্রি-কোয়ার্টারে অসাধারণ পারফর্ম করেছিলেন অভিষেক পোড়েল, মহম্মদ শামিরা। ফলে লড়াই যে সমানে-সমানে হবে, তেমনটাই আশা করা গিয়েছিল। সেখানে বাংলাকে ডুবিয়ে দিল ব্যাটিং।

Advertisement

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। প্রথম দিকে যথেষ্ট আক্রমণাত্মক খেলছিল বরোদা। প্রথম ১০ ওভারের মধ্যে বিনা উইকেটে ৯০ রান তুলে ফেলে তারা। সেখান থেকে বাংলাকে লড়াইয়ে ফেরান প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরীরা। তার পর বরোদার আর কোনও ব্যাটার মাথা তুলে দাঁড়াতে পারেননি। হার্দিক পাণ্ডিয়ার সংগ্রহ ১০ রান। ক্রুণাল পাণ্ডিয়া ফেরেন মাত্র ৭ রানে। মহম্মদ শামি ও কণিষ্ক শেঠ তোলেন দুটি করে উইকেট। শেষের দিকে আঁটসাট বোলিংয়ে ১৭২ রানে থেমে যায় বরোদার ইনিংস।

বাংলার ব্যাটিংয়ে শুরুতেই ঝড় তুলেছিলেন অভিষেক পোড়েল। কিন্তু বিপরীতে কাউকে সঙ্গে পেলেন না। দুরন্ত ছন্দে থাকা করণ লাল, সুদীপ ঘরামি, ঋত্বিক চ্যাটার্জি দ্রুত ফিরে যান। মাঝে বাংলাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন শাহবাজ আহমেদ। তিনি ৩৬ বলে ৫৫ রান করেন। কিন্তু ঋত্বিক রায়চৌধুরী (২৯) ছাড়া আর কেউ দায়িত্ব নিতে পারলেন না। শেষ পর্যন্ত ১৩১ রানে গুঁটিয়ে যায় বাংলার ইনিংস। ৪১ রানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল বাংলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement