Advertisement
Advertisement
Team India

সিডনি টেস্টে বর্ণবিদ্বেষের ঘটনার তদন্তে ICC, ক্ষোভ উগরে দিলেন কোহলিও

অতীতেও অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন, অভিযোগ অশ্বিনের।

Sydney test: ICC probes alleged racial abuse after fans ejected from stands in SCG | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 10, 2021 5:02 pm
  • Updated:January 10, 2021 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে বারবার বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ভারতীয় দলের নবাগত মহম্মদ সিরাজ। যে ঘটনা নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার থেকে দর্শক, প্রত্যেকেই  এর তীব্র নিন্দা করছেন। এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিরাট কোহলি। সিডনি টেস্টের চতুর্থ দিনেও সিরাজের উদ্দেশে উড়ে এসেছে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে আইসিসি (ICC)।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় দিনের খেলা চলাকালীন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ–সহ ৪ ভারতীয় ক্রিকেটারের দিকে ভেসে এসেছিল বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। কিন্তু সেসব বিতর্ক উপেক্ষা করে একদল সমর্থক রবিবারও একই ঘটনা ঘটায়। এদিন চা পানের বিরতির কিছু আগে বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন টিম ইন্ডিয়ার (Team India) পেসার সিরাজ। অভিযোগ, তখন দর্শকাসন থেকে কয়েকজন অজি সমর্থক সিরাজকে উদ্দেশ্য করে লাগাতার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। এরপরই সিরাজ দলের বাকি সদস্যদের এবং অধিনায়ক রাহানেকে বিষয়টি জানান। দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনের কাছে অভিযোগ করেন রাহানে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে আলোচনা করে ৬ অজি সমর্থককে মাঠ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন দুই আম্পায়ার। যার জেরে প্রায় দশ মিনিট বন্ধ থাকে খেলা। খেলার মাঠে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত বলেই মত ক্রিকেটমহলের। আর সেই কারণেই টুইট করে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেন ভারত অধিনায়ক কোহলি।

Advertisement

[আরও পড়ুন: মুম্বইয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচ, তার আগে কী বললেন এটিকে মোহনাবাগান কোচ?‌]

অভব্য আচরণের শিখর ছুঁয়েছে এই ঘটনা, বলে মন্তব্য করেন ক্ষুব্ধ কোহলি (Virat Kohli)। সঙ্গে এও জানান, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে নানা ধরনের মন্তব্য হজম করতে হয়। ক্রিকেট মাঠে এমন ঘটনা সত্যিই প্রত্যাশিত নয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করা খুবই জরুরি। একই কথা শোনা যায় রবিচন্দ্রন অশ্বিনের গলাতেও। তিনি বলেন, “এই প্রথমবার নয়। অতীতেও অস্ট্রেলিয়া সফরে এসে এমন অভিজ্ঞতা হয়েছে ভারতীয় তারকাদের।” 

গোটা ঘটনায় ইতিমধ্যেই ভারতের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের তরফে জানানো হয়েছে, এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আইসিসির তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে বোর্ড। তা হাতে পেতেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

[আরও পড়ুন: জয়ের জন্য টিম ইন্ডিয়াকে বিশাল লক্ষ্যমাত্রা দিল অজিরা, ম্যাচ বাঁচাতে ভরসা রাহানে–পূজারা]

এদিকে সিডনি টেস্টে জয়ের জন্য মরিয়া টিম ইন্ডিয়া। আঙুলে চোট লাগায় ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। কিন্তু শোনা যাচ্ছে, প্রয়োজনে ইঞ্জেকশন নিয়ে টেস্টের পঞ্চম দিন মাঠে নামবেন জাদেজা। যদিও ভারতীয় বোর্ডের তরফে এনিয়ে কিছু জানানো হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement