Advertisement
Advertisement

Breaking News

Cricket

সিডনিতে পুকোভস্কি–লাবুশানের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম দিনের শেষে এগিয়ে অস্ট্রেলিয়া

ক্রিজে রয়েছেন লাবুশানে এবং স্মিথ।

Sydney test: Australia is in good position against India on first day | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 7, 2021 1:42 pm
  • Updated:January 7, 2021 2:25 pm  

অস্ট্রেলিয়া:‌ ৫৫ ওভারে ১৬৬/‌২ (লাবুশানে ৬৭*‌, সাইনি ১/‌৩২‌)‌
প্রথম দিনের খেলা শেষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর মেলবোর্ন টেস্টে দুরন্ত কামব্যাক করেছিল টিম ইন্ডিয়া। তবে সিডনিতে তৃতীয় টেস্টে খেলতে নামার আগে ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরের জিনিস নিয়েই বিতর্ক বেশি হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের চাপে ফেলতে মাঠের বাইরে উঠে–পড়ে লেগেছিল অজি সংবাদমাধ্যম। তার উপর দলে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি। আর এসবের প্রভাবই যেন এদিন পড়ল রাহানেদের খেলায়। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হল মাত্র ৫৫ ওভার। আর তার মধ্যেই পুকোভস্কি, লাবুশানে এবং স্মিথের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে দিনের শেষে অজিদের রান দু’‌উইকেটে ১৬৬। ক্রিজে লাবুশানে ৬৭ এবং স্মিথ ৩১।

Advertisement

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। চোট সারিয়ে ফেরা ডেভিড ওয়ার্নারকে শুরুতেই ফেরান মহম্মদ সিরাজ। মাত্র পাঁচ রানে প্যাভিলিয়নে ফেরেন বাঁ–হাতি ওপেনার। এরপর অবশ্য পুকোভস্কি–লাবুশানে জুটি দলের হাল ধরেন। দু’‌জনে মিলে জুটিতে ১০০ রান যোগ করেন। শেষপর্যন্ত ৬২ রানে নভদীপের বলে আউট হন পুকোভস্কি। সিডনিতেই টেস্টে অভিষেক হল নভদীপের। তিনি ফেরান বিপজ্জনক হয়ে ওঠা পুকোভস্কিকে। তবে আরও আগেই ফেরানো যেত তাঁকে। দু’বার জীবন ফিরে পান তিনি। ব্যক্তিগত ২৬ ও ৩২ রানে পুকোভস্কিকে ফেলেন পন্থ। যা নিয়ে টুইটারে ট্রোলডও হতে হয় তাঁকে। পুকোভস্কি ফেরার পর স্মিথ–লাবুশানে ইনিংস গড়ে তোলেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় হাফ সেঞ্চুরি করে ফেলেন লাবুশানে। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৬৭ রানে। ৩১ রানে ক্রিজে রয়েছেন স্মিথ। 

[আরও পড়ুন: পরপর তিন ম্যাচে হারের জের!‌ আইএসএলের মাঝপথেই কোচ বিদায় বেঙ্গালুরুর]

প্রথম দু’‌টি টেস্টে দুরন্ত বোলিং করলেও এদিন অবশ্য দাগ কাটতে পারেননি জসপ্রীত বুমরাহ। ১৪ বল করে ৩০ রান দিলেও উইকেট পাননি তিনি। অন্যদিকে, অশ্বিনও উইকেটহীন থেকেছেন। ১৭ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন তিনি। সিরাজ একটি এবং নভদীপ একটি উইকেট পেয়েছেন।

এদিন ম্যাচের শুরুতেই শিরোনামে আসেন সিরাজ। ম্যাচের বল গড়ানোর আগে জাতীয় সংগীত চলাকালীন অঝোরে কাঁদলেন টিম ইন্ডিয়ার তরুণ এই তারকা। তাঁর সেই আবেগাপ্লুত ছবি নিয়ে চর্চা হল সোশ্যাল মিডিয়ায়। সিরিজ চলাকালীনই প্রয়াত হন সিরাজের বাবা। পিতৃবিয়োগের খবর শুনেও দেশে ফেরেননি তিনি। রয়ে যান দলের সঙ্গে। বাবা স্বপ্ন দেখতেন, ছেলে একদিন  দেশের হয়ে খেলবে। সেই স্বপ্নপূরণ করার জন্যই লড়াই করেছেন সিরাজ। তার পরিশ্রম কাজে এসেছে। অভিষেক ম্যাচেই মেলবোর্নে পাঁচ-পাঁচটি উইকেট নেন। সিডনিতেও ফেরান বিধ্বংসী ওয়ার্নারকে। বাবার স্বপ্নপূরণ করতে পেরেছেন সিরাজ। কিন্তু তা দেখতে পেলেন না বাবা। নিজের আবেগ তাই নিয়ন্ত্রণে রাখতে পারেননি সিরাজ। বল হাতেও কিছু করে দেখানোর তাগিদ দেখা গিয়েছে তাঁর মধ্যে। 

[আরও পড়ুন: কেনাকাটা করতে গিয়ে সত্যিই কোভিডবিধি ভেঙেছিলেন বিরাটরা?‌ কী বললেন অস্ট্রেলিয়ার ওই দোকান মালিক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement