Advertisement
Advertisement

Breaking News

Team India

সিডনি টেস্টে পন্থের পর চোটের কবলে জাদেজাও, তৃতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া

প্যাট কামিন্সের ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতে পারেনি ভারতীয় মিডল অর্ডার।

Sydney test: Australia 103/2 in 2nd innings in day 3 against Team India | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 9, 2021 1:07 pm
  • Updated:January 9, 2021 1:42 pm  

অস্ট্রেলিয়া: ৩৩৮ ও ১০৩/২ (লাবুশানে-৪৭*)
ভারত: ২৪৪ (পূজারা-৫০, পন্থ-৩৬)
তৃতীয় দিনের শেষে ১৯৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থের পর একই দিনে চোটের কবলে পড়লেন রবীন্দ্র জাদেজা। আঘাত কতখানি গুরুতর, তা জানতে তাঁকেও স্ক্যানের জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এদিকে, দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোড়া ওপেনার হারিয়ে হোঁচট খেলেও লাবুশানে ও স্মিথের ব্যাটে ভর করে ভালই এগোচ্ছে অস্ট্রেলিয়া (Australia)। সুবিধাজনক জায়গাতে থেকেই তৃতীয় দিনের খেলা শেষ করল টিম পেইন অ্যান্ড কোং।

Advertisement

[আরও পড়ুন: দু’ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স, মরশুমের মাঝেই ব্রাইটকে প্রস্তাব দিল এটিকে মোহনবাগান]

এদিন প্যাট কামিন্সের ঝোড়ো বোলিংয়ের সামনে টিকতে পারেনি ভারতীয় মিডল অর্ডার। একাই চারটে উইকেট তুলে নেন তিনি। হ্যাজলউড নেন দুটি উইকেট। ২৪৪ রানেই শেষ হয়ে যায় ভারতের (Team India) প্রথম ইনিংস। ৫০ রান করে পূজারা আউট হয়ে যাওয়ার পর থেকেই একে একে উইকেট পড়তে থাকে। চোটগ্রস্ত পন্থ ফেরেন ৩৬ রান করে। তাঁর অনুপস্থিতিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে উইকেটের পিছনে দাঁড়ান ঋদ্ধিমান সাহা। এদিকে, ব্যাট হাতে রবীন্দ্র জাদেজা খানিকটা চেষ্টা করলেও সঙ্গ দেওয়ার আর কেউ ছিলেন না। ২৮ রানে অপরাজিত থাকেন জাদেজা। কিন্তু তিনিও চোট পাওয়ায় বেশ সমস্যায় ভারতীয় শিবির।

অনেকটা এগিয়ে থেকেই (৯৪ রানে) দ্বিতীয় ইনিংস শুরু করে অজিবাহিনী। তবে শুরুতেই দুরন্ত ফর্মে থাকা মহম্মদ সিরাজ তুলে নেন পুকোভস্কির উইকেটটি। ওয়ার্নারের অতি মূল্যবান উইকেটটি নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে জোর ধাক্কা দেন অশ্বিন। ১৩ রানেই ফিরতে হয় অজি ওপেনারকে। তারপরই অবশ্য নিজেদের সামলে নেয় হোম ফেভারিটরা। দিনের শেষে ৪৭ এবং ২৯ রানে অপরাজিত থাকেন লাবুশানে ও স্মিথ। আগামিকালও এই ফর্ম ধরে রাখতে পারলে ভারতের তৃতীয় টেস্ট জয় কঠিন হয়ে পড়বে বইকী! সুতরাং চতুর্থ দিন ভারতীয় বোলারদের যে অগ্নিপরীক্ষা দিতে হবে, তা বলাই বাহুল্য।    

[আরও পড়ুন: ড্যানি ফক্সের লাল কার্ড তুলে নিল ফেডারেশন, বেঙ্গালুরু ম্যাচের আগে স্বস্তি লাল-হলুদ শিবিরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement