সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের ম্যাচগুলিতে জয়ী হওয়া। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে সূর্যবাহিনীকে পরাস্ত করে অস্ট্রেলিয়া। তবে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ পকেটে পুরে ১-১ করে ভারত। দেশের পর বিদেশের মাটিতে শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটার হিসেবেও নিজেকে প্রমাণ করেন সূর্যকুমার। কিন্তু লক্ষ্যপূরণের মাঝেই চোট পেলেন তিনি। যে কারণে আর ফিল্ডিংও করতে পারেননি। ম্যাচশেষে নিজেই চোটের আপডেট দেন ভারতীয় দলের ‘স্কাই’।
বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। যার মধ্যে একাই একশো সূর্য। ৫৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাঁর দুর্দান্ত ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং ছটি ছক্কা দিয়ে। কিন্তু সমস্যা হয় ফিল্ডিং করতে নেমে। দক্ষিণ আফ্রিকা ইনিংসের তৃতীয় ওভার চলাকালীন গোড়ালিতে চোট পান তিনি। এতটাই যন্ত্রণা হচ্ছিল যে সাপোর্ট স্টাফদের কাঁধে চড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পর আর ফিল্ডিং করেননি। ম্যাচ জেতার পর অবশ্য জানালেন, চোট নিয়ে এত চিন্তার কারণ নেই। তিনি ভাল আছেন।
For his captain knock, @surya_14kumar receives the Player of the Match award
#TeamIndia won by 106 runs and levelled the series 1-1
Scorecard
https://t.co/NYt49KwF6j#TeamIndia | #SAvIND pic.twitter.com/iKctocW6tu
— BCCI (@BCCI) December 14, 2023
সূর্যকুমারের কথায়, “আমি ঠিক আছি। হাঁটতে পারছি। তাই বিশেষ চিন্তার কিছু নেই।” এরপরই নিজের শতরান প্রসঙ্গে বলেন, “১০০ রান করতে ভালোই লাগে। বিশেষ করে যদি সেই ম্যাচ জেতা যায়। আমরা নির্ভয়ে নিজেদের সেরাটা খেলতে চেয়েছিলাম। আমরা সেটা করতে পারায় ভালো লাগছে।”
ব্যাট হাতে যেমন যশস্বী ও সূর্যকুমার কামাল করেন, তেমনই হাত ঘুরিয়ে আরও একবার বিপক্ষের ত্রাস হয়ে ওঠেন কুলদীপ। ২.৫ ওভারে ১৭ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন চায়নাম্যান। সূর্যকুমার প্রশংসা করে বলেন, “ও কখনওই তিন কিংবা চারটে উইকেটে খুশি হয় না। জন্মদিনে নিজেকে দারুণ উপহার দিয়েছে।” টি-টোয়েন্টির চ্যালেঞ্জ শেষ। এবার ওয়ানডে জয়ের লক্ষ্যে নামবে কে এল রাহুলের টিম ইন্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.