Advertisement
Advertisement

Breaking News

‘বাবরের থেকে এক হাজার গুণ ভাল সূর্য’, এবার বলছেন এক প্রাক্তন পাক তারকাও

কে বললেন এমন কথা?

Suryakumar Yadav Is thousand times better than Babar Azam, said Former Pakistan Bowler | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 29, 2022 6:31 pm
  • Updated:October 29, 2022 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) টানা দুটো ম্যাচ হেরেছে পাকিস্তান। আর দেশের টানা ব্যর্থতার পর পাক-মুলুকে শুরু হয়েছে গৃহযুদ্ধ। বাবর আজম (Babar Azam) সমালোচনার কেন্দ্রে। সমালোচিত হচ্ছে এই পাকিস্তান টিম। দুটো ম্যাচ হেরে পাকিস্তান এখন মেগাটুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে।

তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দেশের পারফরম্যান্সের উপর। এরকম পরিস্থিতিতে দলের উপর প্রচণ্ড ক্ষুব্ধ প্রাক্তন পাক ক্রিকেটাররা। এবার দানিশ কানেরিয়া মুখ খুলেছেন। অধিনায়ক বাবর আজমের তীব্র সমালোচনা করেছেন। তুলনায় টেনে এনেছেন ভারতের সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)।

Advertisement

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কোহলিকে ‘বিরাট’ সার্টিফিকেট BCCI সভাপতি বিনির]

নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া (Danish Kaneria) বলেছেন, বাবর আজম ও মহম্মদ রিজওয়ান স্বার্থপর ক্রিকেট খেলেন। নিজেদের জন্য খেলেন ওঁরা। আইসিসি র‍্যাঙ্কিং ধরে রাখার জন্যই বাবর ও রিজওয়ান খেলছন। কানেরিয়া বলেছেন, ”বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ওপেনিং স্লট দুটো বুক করে রেখেছে। ওরা পরিষ্কার করে দিয়েছে যে ওরা কেবল ওপেনিংই করবে। ওদের পারফরম্যান্স যে ভাল সেই ব্যাপারে কোনও সন্দেহই নেই। বাবর ও রিজওয়ান নিজেদের ওপেনিং স্লট কিছুতেই ছাড়বে না। কারণ ওরা তো আইসিসি র‍্যাঙ্কিংয়ের জন্যই খেলে। ওরা ভালই জানে ওরা যদি নীচের দিকে ব্যাট করতে নামে তাহলে র‍্যাঙ্কিং নষ্ট করবে। ব্যক্তিগত লাভ লোকসানের কথা না ভেবে ওদের আগে দেশের কথা ভাবতে হবে। সূর্যকুমার যাদব বাবর আজমের থেকে হাজার গুণ বেশি ভাল। সূর্যকুমার যাদব দারুণ তীব্রতা নিয়ে খেলে এবং সবচেয়ে বড় ব্যাপার ও দেশের হয়ে খেলে। ওর নিজের র‍্যাঙ্কিংয়ের জন্য খেলে না।”

গত রবিবার ভারতের বিরুদ্ধে টানটান ম্যাচ হারতে হয়েছে পাকিস্তানকে। বলা ভাল, বিরাট কোহলি একার হাতে ম্যাচ বের করে নিয়েছেন। সেই ধাক্কা সামলে উঠতে পারেনি পাকিস্তান। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে এক রানে হারতে হয়েছে পাকিস্তানকে। জিম্বাবোয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দলও পাকিস্তানকে ধাক্কা দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। রবিবার ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে টিকে থাকতে হলে এখন তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। 

[আরও পড়ুন: প্রভাবশালী তত্ত্বে সিলমোহর, ফের খারিজ অনুব্রতর জামিনের আরজি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement