সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুইপ, স্কুপ, কাট, পুল। মন জিতেছেন তিনি। এবার জিতলেন খেতাব। আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। এর আগে আইসিসির বর্ষসেরা দলেও ছিলেন তিনি।
Presenting the ICC Men’s T20I Cricketer of the Year 2022 👀#ICCAwards
— ICC (@ICC) January 25, 2023
গত বছর বেশিরভাগ সময়ই টি-২০ ক্রিকেটে ক্রমতালিকায় শীর্ষস্থানে থেকেছেন সূর্য। ২০২২ সালে ৩১ ম্যাচে ১১৬৪ রান করেছেন তিনি। মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। তিনিই ছিলেন বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। সব মিলিয়ে তিনি দুটি সেঞ্চুরি এবং ৯টি অর্ধশতরান করেন।
এমনিতে ২০২২ বছরটা ভারতীয় ক্রিকেটের জন্য খুব একটা ভাল কাটেনি। আর পাঁচটা বছরের মতো এবছরও দ্বিপাক্ষিক সিরিজে ভাল পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Team India)। টানা ১৪টি সিরিজ জেতার বিশ্বরেকর্ডও গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের ব্যর্থতা অব্যাহত ছিল গতছরও। এশিয়া কাপ এবং বিশ্বকাপ (ICC T-20 World Cup) দু’টি বড় টুর্নামেন্টেই মুখ থুবড়ে পড়েছে রোহিত (Rohit Sharma) ব্রিগেড। এইসব ব্যর্থতার মধ্যে এবছর ভারতীয় ক্রিকেটের রুপোলি রেখা যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সূর্যকুমার যাদব। তবে সূর্য খেতাব জিতলেও আইসিসির উদীয়মান ক্রিকেটারের খেতাব হাতছাড়া হল অর্শদীপ সিংয়ের। সূর্যর মতোই অর্শদীপ সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে হারিয়ে এই খেতাব পেয়েছেন মার্কো জ্যানসেন।
অন্যদিকে মহিলা ক্রিকেটেও এসেছে সাফল্য। মহিলা ক্রিকেটে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন ভারতের রেনুকা সিং। তরুণ এই পেসার ওয়ানডেতে পেয়েছেন ১৮টি উইকেট। টি- টোয়েন্টি ক্রিকেটে তাঁর সংগ্রহ ছিল ২২টি উইকেট। ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) অবসরের পর মহিলা ক্রিকেটে ভারতের পেস বিভাগের ভরসা হয়ে উঠেছেন রেণুকাই। তাঁর সেরার খেতাব পাওয়াটাও ভারতীয় ক্রিকেটের বড় প্রাপ্তি।
Impressing everybody with her magnificent displays of seam and swing bowling, the ICC Emerging Women’s Cricketer of the Year had a great 2022 👌#ICCAwards2022
— ICC (@ICC) January 25, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.