সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL 2023) চলাকালীন বড়সড় চোট পেয়ে গেলেন সানরাইজার্স হায়দরাবাদ তথা ভারতীয় দলের অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বৃহস্পতিবার হায়দরাবাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি আইপিএলে আর পাওয়া যাবে না ওয়াশিংটনকে। হ্যামস্ট্রিংয়ে বড়সড় চোট পেয়েছেন তিনি। সুন্দরের এই চোট হায়দরাবাদের জন্য তো বটেই, ভারতীয় দলের (Indian Cricket Team) জন্যও বড় ধাক্কা।
🚨 INJURY UPDATE 🚨
Washington Sundar has been ruled out of the IPL 2023 due to a hamstring injury.
Speedy recovery, Washi 🧡 pic.twitter.com/P82b0d2uY3
— SunRisers Hyderabad (@SunRisers) April 27, 2023
বিশ্বকাপের বছর। তারও আগে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। এ হেন গুরুত্বপূর্ণ বছরে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় ক্রিকেট দল। জসপ্রীত বুমরাহ দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই তিনি। একই পরিস্থিতি ঋষভ পন্থের (Rishabh Pant)। তিনিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই। বিশ্বকাপেও পন্থ ফিরবেন কিনা নিশ্চিত নয়। শ্রেয়স আইয়ারও পিঠের চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই।
সেই তালিকায় এবার যোগ হল ওয়াশিংটন সুন্দরের নাম। সুন্দর ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য না হলেও, ওয়ানডে দলে সুযোগ পান। মাঝে মাঝেই তাঁকে প্রথম একাদশে খেলতে দেখা যায়। বল হাতে তাঁর অফস্পিন যেমন উপযোগী, তেমনই ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিতে পারেন তিনি। দেশের মাটিতে বিশ্বকাপ, সুতরাং ওয়াশিংটন স্পিন বোলিং অলরাউন্ডার হিসাবে ভাল বিকল্প হতে পারেন।
যদিও তরুণ এই অল-রাউন্ডার এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি। তিনি আপাতত নেই আইপিএলে। আইপিএলের পর দ্রুত মাঠে ফেরার চেষ্টা করবেন। কিন্তু ওয়াশিংটনের চোট-আঘাত সংক্রান্ত অতীত ভাল নয়। এর আগে বহুবার চোটে ভুগেছেন তিনি। গত দুই আইপিএলে পুরোপুরি খেলতে পারেননি। সদ্য দেশের মাটিতেও একাধিক সিরিজে তিনি ছিলেন না চোটের জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.