সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। তার আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল দুই দল। নতুন টুর্নামেন্টে ট্রফি জয়ের লড়াইয়ে নেতৃত্ব কে দেবেন, সেই খেলোয়াড়ের নাম প্রকাশ করল সানরাইজার্স হায়দারাবাদ (Sunrisers Hyderabad)। দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউণ্ডার এইডেন মার্করামের (Aiden Markram) হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিল টিম ম্যানেজমেন্ট।
গত মরশুমে একাধিকবার অধিনায়কত্ব নিয়ে বিতর্কে জড়িয়েছিল সানরাইজার্স। কেন উইলিয়ামসন নাকি ডেভিড ওয়ার্নার- এই প্রশ্নে কার্যত বেসামাল হয়ে পড়ে টিম ম্যানেজমেন্ট। চলতি মরশুমেও মোট তিনজনের নাম শোনা গিয়েছিল। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ছাড়াও ওপেনিং ব্যাটার ময়ঙ্ক আগারওয়ালের নাম উঠে আসে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অলরাউণ্ডারের উপরেই ভরসা রাখল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ম্যানেজমেন্ট।
অন্যদিকে, ঋষভ পন্থের পরিবর্ত হিসাবে দিল্লি শিবিরে উঠে এসেছে অজি তারকা ডেভিড ওয়ার্নারের (David Warner) নাম। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আপাতত ক্রিকেট থেকে অনেক দূরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক পন্থ। তাঁর সেরা বিকল্প হিসাবে ওয়ার্নারকেই মনে করছে দিল্লি ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, ২০১৬ সালে তাঁর নেতৃত্বেই একমাত্র আইপিএল ট্রফি জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
দিল্লি দলের সহ-অধিনায়ক হিসাবে শোনা গিয়েছে অক্ষর প্যাটেলের নাম। বেশ কিছুদিন ধরেই ব্যাটে-বলে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় অলরাউণ্ডার। টেস্টে র্যাঙ্কিংয়েও প্রথম দশে ঢুকে পড়েছেন তিনি। সেই জন্যই সহ অধিনায়ক হিসাবে তাঁর নাম বিবেচনা করা হচ্ছে দিল্লি শিবিরে। তবে অধিনায়ক প্রসঙ্গে এখনও সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.