ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে ঝড় তুললেন কেকেআর তারকা সুনীল নারিন। শাহরুখ খানের সামনেই সেঞ্চুরি হাঁকালেন তিনি। ক্যারিবিয়ান তারকার এটাই প্রথম আইপিএল সেঞ্চুরি।
মঙ্গলবার শুরু থেকেই নারিন (Sunil Narine) ধরা দিলেন অন্য অবতারে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৪৯ বলে শতরান করলেন নারিন। সেঞ্চুরি করার মুহূর্তটাও দারুণ। উল্টোদিকে দাঁড়িয়েছিলেন আন্দ্রে রাসেল। নারিনের শট মিড উইকেট বাউন্ডারিতে আছড়ে পড়তেই রাসেল ছুটে এসে জড়িয়ে ধরেন নারিনকে। ১১টি চার ও ৬টি ছয়ে সাজানো ছিল নারিনের ইনিংস। ট্রেন্ট বোল্টের ডেলিভারি নারিনকে ফেরায়। স্কোরবোর্ডে তখন নারিনের নামের পাশে জ্বলজ্বল করছে ১০৯ রান।
টস জিতে রাজস্থান রয়্যালস প্রথমে কেকেআর-কে ব্যাট করতে পাঠায়। ফিল সল্ট বেশি রান করতে পারেননি। মাত্র ১০ রানে ফিরতে হয় সল্টকে। এর পরে ইডেন জুড়ে কেবল নারায়ণ-নারায়ণ। রাজস্থান রয়্যালসের বোলারদের শিক্ষা দেন তিনি। মাঠের যত্রতত্র তাঁদের ছুড়ে ফেলেন। ব্যাটসম্যান নারিনের এই পুনর্জন্মের পিছনে রয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। তিনিই নারিনকে ফিরিয়ে এনেছেন ওপেনিংয়ে। ওপেন করতে নেমে নারিন এবার ফুল ফোটাচ্ছেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করা ৮৫ এবারের আইপিএলে ছিল নারিনের সেরা। ইডেনে নারিন ছাপিয়ে গেলেন নিজেকেই। নারিনের জন্যই কেকেআর ২০ ওভারে করল ৬ উইকেটে ২২৩ রান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.